ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

একদিনেই তিন হ্যাটট্রিক!

  • আপডেট সময় : ১১:০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
  • ৭৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেট এখন এত বেশি হয়, হ্যাটট্রিক মোটেও বিরল ঘটনা নয়। তবে এক দিনে তিন হ্যাটট্রিক কিছুটা চমকে যাওয়ার মতোই। ইংল্যান্ডের ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে শুক্রবার ছিল এমনই হ্যাটট্রিকময় চমকপ্রদ দিন। তিন মাঠে তিন ম্যাচে এ দিন হ্যাটট্রিক করেন ইয়র্কশায়ারের লকি ফার্গুসন, কেন্টের অ্যাডাম মিল্ন ও মিডলসেক্সের ব্লেক কালেন। তিনজনেরই এটি প্রথম হ্যাটট্রিক। নিউ জিল্যান্ডের দুই ফাস্ট বোলার মিল্ন ও ফার্গুসনের হ্যাটট্রিকে ম্যাচের প্রেক্ষাপটেও ছিল অদ্ভুত মিল। হেডিংলিতে ফার্গুসন হ্যাটট্রিক করেন ম্যাচের রোমাঞ্চকর মোড়ে। ১৮১ রান তাড়ায় শেষ ওভারে ল্যাঙ্কাশায়ারের প্রয়োজন ছিল ২০ রান। ফার্গুসনের করা ওভারের প্রথম তিন বল থেকে আসে ১০ রান। পরের তিন বলে তিনি বিদায় করে দেন লুক ওয়েলস, লুক উড ও টিম হার্টলিকে। প্রথমটিতে দুর্দান্ত ক্যাচ নেন ইয়র্কশায়ার অধিনায়ক অ্যাডাম লাইথ, পরের ব্যাটসম্যান বোল্ড দারুণ এক স্লোয়ার ইয়র্কারে, শেষটিতে আবার ক্যাচ নেন লাইথ। ম্যাচে ফার্গুসনের শিকার ২৪ রানে ৪ উইকেট।
মিল্নের হ্যাটট্রিকেও ম্যাচের পরিস্থিতি ছিল প্রায় একই। ক্যান্টারবুরিতে ১৯২ রান তাড়ায় শেষ ওভারে সারের প্রয়োজন পড়ে ১৮ রান। মিল্নের করা ওভারের প্রথম তিন বলে রান আসে ছয়। শেষ তিন বলে তিনি আউট করেন অলিভার পোপ, স্বদেশী কাইল জেমিসন ও লরি ইভান্সকে। মিল্নের গতিময় সোজা বলে স্লগ করতে গিয়ে এলেমোলো হয়ে যায় পোপের স্টাম্প, উড়িয়ে মেরে সীমানায় ধরা পড়েন জেমিসন ও ইভান্স। মিল্ন ম্যাচ শেষ করেন ৩৮ রানে ৪ উইকেট নিয়ে। টন্টনে কালেনের হ্যাটট্রিক হয় দুই ওভার মিলিয়ে। ১৯ বছর বয়সী ইংলিশ পেসার সমারসেটের বিপক্ষে হ্যাটট্রিক করেন ম্যাচের প্রথম ইনিংসে। চতুর্দশ ওভারের শেষ বলে তার শিকার লুইস গোল্ডসওর্দি। আবার তিনি বোলিংয়ে আসেন অষ্টাদশ ওভারে। এবার টানা দুই বলে ফেরান ক্রেইগ ওভারটন ও মার্শান্ট ডি লাঞ্জকে। সমারসেটকে ১৫২ রানে থামিয়ে পরে ডাকওয়ার্থ-লুই-স্টার্ন পদ্ধিতিতে মিডলসেক্স ম্যাচ জিতে নেয় ৫ রানে। ৩২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন কালেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

একদিনেই তিন হ্যাটট্রিক!

আপডেট সময় : ১১:০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেট এখন এত বেশি হয়, হ্যাটট্রিক মোটেও বিরল ঘটনা নয়। তবে এক দিনে তিন হ্যাটট্রিক কিছুটা চমকে যাওয়ার মতোই। ইংল্যান্ডের ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে শুক্রবার ছিল এমনই হ্যাটট্রিকময় চমকপ্রদ দিন। তিন মাঠে তিন ম্যাচে এ দিন হ্যাটট্রিক করেন ইয়র্কশায়ারের লকি ফার্গুসন, কেন্টের অ্যাডাম মিল্ন ও মিডলসেক্সের ব্লেক কালেন। তিনজনেরই এটি প্রথম হ্যাটট্রিক। নিউ জিল্যান্ডের দুই ফাস্ট বোলার মিল্ন ও ফার্গুসনের হ্যাটট্রিকে ম্যাচের প্রেক্ষাপটেও ছিল অদ্ভুত মিল। হেডিংলিতে ফার্গুসন হ্যাটট্রিক করেন ম্যাচের রোমাঞ্চকর মোড়ে। ১৮১ রান তাড়ায় শেষ ওভারে ল্যাঙ্কাশায়ারের প্রয়োজন ছিল ২০ রান। ফার্গুসনের করা ওভারের প্রথম তিন বল থেকে আসে ১০ রান। পরের তিন বলে তিনি বিদায় করে দেন লুক ওয়েলস, লুক উড ও টিম হার্টলিকে। প্রথমটিতে দুর্দান্ত ক্যাচ নেন ইয়র্কশায়ার অধিনায়ক অ্যাডাম লাইথ, পরের ব্যাটসম্যান বোল্ড দারুণ এক স্লোয়ার ইয়র্কারে, শেষটিতে আবার ক্যাচ নেন লাইথ। ম্যাচে ফার্গুসনের শিকার ২৪ রানে ৪ উইকেট।
মিল্নের হ্যাটট্রিকেও ম্যাচের পরিস্থিতি ছিল প্রায় একই। ক্যান্টারবুরিতে ১৯২ রান তাড়ায় শেষ ওভারে সারের প্রয়োজন পড়ে ১৮ রান। মিল্নের করা ওভারের প্রথম তিন বলে রান আসে ছয়। শেষ তিন বলে তিনি আউট করেন অলিভার পোপ, স্বদেশী কাইল জেমিসন ও লরি ইভান্সকে। মিল্নের গতিময় সোজা বলে স্লগ করতে গিয়ে এলেমোলো হয়ে যায় পোপের স্টাম্প, উড়িয়ে মেরে সীমানায় ধরা পড়েন জেমিসন ও ইভান্স। মিল্ন ম্যাচ শেষ করেন ৩৮ রানে ৪ উইকেট নিয়ে। টন্টনে কালেনের হ্যাটট্রিক হয় দুই ওভার মিলিয়ে। ১৯ বছর বয়সী ইংলিশ পেসার সমারসেটের বিপক্ষে হ্যাটট্রিক করেন ম্যাচের প্রথম ইনিংসে। চতুর্দশ ওভারের শেষ বলে তার শিকার লুইস গোল্ডসওর্দি। আবার তিনি বোলিংয়ে আসেন অষ্টাদশ ওভারে। এবার টানা দুই বলে ফেরান ক্রেইগ ওভারটন ও মার্শান্ট ডি লাঞ্জকে। সমারসেটকে ১৫২ রানে থামিয়ে পরে ডাকওয়ার্থ-লুই-স্টার্ন পদ্ধিতিতে মিডলসেক্স ম্যাচ জিতে নেয় ৫ রানে। ৩২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন কালেন।