নিজস্ব প্রতিবেদক : যেটিই হোক, একটি সমঝোতা হবে, হয়ে যাবে; এমন আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। বিএনপি কি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রাজনীতির আকাশে আজ ঘন মেঘ ঘনীভূত হয়েছে। আবার চট করে চলে যায়। আমি একজন চিরন্তন আশাবাদী মানুষ।’
ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। দলের পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা সরকারে আছি, আমরা কেন দেশের অশান্তি চাইবো? আমরা কেন আতঙ্ক সৃষ্টি হয়, এমন কাজ করবো। দরকার তো নেই।’
‘আশা করছি, বিরোধী দল শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে। দলীয়ভাবে আমরা তাদের সঙ্গে কখনো সংঘাত সৃষ্টি করিনি। এখন আমরা সংঘাত চাই না’ বলেও জানান তিনি। ভারতের নতুন দূতের সঙ্গে আলোচনা কী নিয়ে, জানতে চাইলে তিনি বলেন, ‘ঢাকায় নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে তিনি দায়িত্ব পাওয়ার পর আমার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছেন। রোড কানেকটিভিটি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়েছেন।’
আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছে কি না, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি কোনও মতামত দেননি। আমি আমার বক্তব্য বলেছি।’ ভারত কেমন নির্বাচন দেখতে চায়, একজন সাংবাদিকের এমন প্রশ্নের ওবায়দুল কাদের বলেন, ‘এসব কিছু নিয়ে কথা হয়নি। অহেতুক আমি মিথ্যা কথা বলবো কেন! তবে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমি বলেছি যে বিরোধী দল আন্দোলন করছে। তারা সরকারের পদত্যাগ চাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচন করবে না। ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ নিয়েও কথা হয়েছে। সমাবেশের স্থান নিয়ে বিএনপি অনড়, তা জানিয়েছি।’
২৪ ডিসেম্বরের আগে ছাত্রলীগের কমিটি ঘোষণা: ২৪ ডিসেম্বরের আগে ছাত্রলীগের কমিটি করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশন শেষে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের প্রথম অধিবেশন শেষ হয়েছে। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দ্বিতীয় অধিবেশন বসবে। সেখানে যারা প্রার্থী তাদের নাম প্রস্তাব করা হবে। একইভাবে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরেও নাম প্রস্তাব করা হবে। আমি আশা করছি ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আগে ছাত্রলীগের কমিটি করা হবে। উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই বছরের ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরীকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় সংসদের কমিটি ঘোষণা করা হয়। এর পর উন্নয়ন প্রকল্প থেকে চাঁদা দাবিসহ নানা অভিযোগে ২০১৯ সালের সেপ্টেম্বরে রেজওয়ানুল ও রাব্বানী ছাত্রলীগের পদ হারান। তখন আল নাহিয়ানকে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের ‘ভারমুক্ত’ করে দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
যেটিই হোক সমঝোতা হবে: ওবায়দুল কাদের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ