ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

‘দ্য হান্ড্রেড’ থেকে উইলিয়ামসন-আফ্রিদির নাম প্রত্যাহার

  • আপডেট সময় : ০৯:৩৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
  • ১২৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হওয়া কেন উইলিয়ামসন বাহিনী এখনো আনন্দে ভাসছে। দুই ইনিংসেই ব্যাট হাতে অসাধারণ লড়াকু ব্যাটিং করেছেন অধিনায়ক স্বয়ং। সেই উইলিয়ামসনকেই এবার পাওয়া যাবে না ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হওয়া ঐতিহাসিক টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেটে। নতুন ফরম্যাটের এই টুর্নামেন্টটি করোনার কারণে বারবার পিছিয়ে যাচ্ছে। চলতি বছরের জুলাইয়ে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা আছে। তার আগেই নিজেদের নাম প্রত্যাহার করছেন একাধিক বিদেশি ক্রিকেটার। বলা ভালো এর পেছনে অন্য কোনো কারণ নেই। মূলত আন্তর্জাতিক সূচির কারণে টুর্নামেন্ট থেকে নিজেদের নাম সরিয়ে নিচ্ছেন এই বিদেশি ক্রিকেটাররা। সর্বশেষ বিদেশি ক্রিকেটার হিসেবে নিজের নাম সরিয়ে নিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। কেনের বদলি হিসেবে ফিন অ্যালেনকে দলে নিয়েছে বার্মিংহাম। যিনি টি-২০ ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন।
নিউজিল্যান্ডের অধিনায়ক ছাড়াও দেশের হয়ে খেলার কারণে দ্য হান্ড্রেডে খেলবেন না পাকিস্তানের তরুণ তুর্কী শাহিন শাহ আফ্রিদি। প্রসঙ্গত, এই দুই ক্রিকেটারেরই খেলার কথা ছিল বার্মিংহাম ফিনিক্সের হয়ে। শেষ ছয় মাস ধরেই কনুইয়ের চোট ভোগাচ্ছে উইলিয়ামসনকে। সেই কারণেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হয়নি তার। তাছাড়াও আইপিএলের শুরুর দিকে এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি উইলিয়ামসন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-মালয়েশিয়া অংশীদারিত্ব আরো গভীর করার অঙ্গীকার

‘দ্য হান্ড্রেড’ থেকে উইলিয়ামসন-আফ্রিদির নাম প্রত্যাহার

আপডেট সময় : ০৯:৩৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১

ক্রীড়া ডেস্ক : ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হওয়া কেন উইলিয়ামসন বাহিনী এখনো আনন্দে ভাসছে। দুই ইনিংসেই ব্যাট হাতে অসাধারণ লড়াকু ব্যাটিং করেছেন অধিনায়ক স্বয়ং। সেই উইলিয়ামসনকেই এবার পাওয়া যাবে না ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হওয়া ঐতিহাসিক টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেটে। নতুন ফরম্যাটের এই টুর্নামেন্টটি করোনার কারণে বারবার পিছিয়ে যাচ্ছে। চলতি বছরের জুলাইয়ে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা আছে। তার আগেই নিজেদের নাম প্রত্যাহার করছেন একাধিক বিদেশি ক্রিকেটার। বলা ভালো এর পেছনে অন্য কোনো কারণ নেই। মূলত আন্তর্জাতিক সূচির কারণে টুর্নামেন্ট থেকে নিজেদের নাম সরিয়ে নিচ্ছেন এই বিদেশি ক্রিকেটাররা। সর্বশেষ বিদেশি ক্রিকেটার হিসেবে নিজের নাম সরিয়ে নিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। কেনের বদলি হিসেবে ফিন অ্যালেনকে দলে নিয়েছে বার্মিংহাম। যিনি টি-২০ ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন।
নিউজিল্যান্ডের অধিনায়ক ছাড়াও দেশের হয়ে খেলার কারণে দ্য হান্ড্রেডে খেলবেন না পাকিস্তানের তরুণ তুর্কী শাহিন শাহ আফ্রিদি। প্রসঙ্গত, এই দুই ক্রিকেটারেরই খেলার কথা ছিল বার্মিংহাম ফিনিক্সের হয়ে। শেষ ছয় মাস ধরেই কনুইয়ের চোট ভোগাচ্ছে উইলিয়ামসনকে। সেই কারণেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হয়নি তার। তাছাড়াও আইপিএলের শুরুর দিকে এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি উইলিয়ামসন।