নিজস্ব প্রতিবেদক : ঢাকায় চাকরিপ্রত্যাশীদের ডেকে নিয়ে নির্যাতন ও প্রাণনাশের হুমকি দিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। গ্রেপ্তাররা হলেন, ২১ বছর বয়সী মো. রাজু আহমেদ ও মো. সুমন। র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, গ্রেপ্তার দুজন পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মানুষকে চাকরি দেওয়ার কথা বলে তাদের আটক রেখে নির্যাতন ও প্রাণনাশের হুমকি দিয়ে মুক্তিপণ আদায় করে আসছিল। ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে’ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।” গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
চাকরি দেওয়ার নামে ডেকে নিয়ে ‘অর্থ আদায়’, গ্রেপ্তার ২
জনপ্রিয় সংবাদ