ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

মুক্তিযোদ্ধা দিবস পালন ,শিখা চিরন্তনে শাজাহান খান ও ইনুর শ্রদ্ধা

  • আপডেট সময় : ০২:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে


নিজস্ব প্রতিবেদক : ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটি, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ, মুক্তিযোদ্ধা ঐক্য জোটসহ বিভিন্ন সংগঠন।

গতকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত মুক্তিযোদ্ধা ও জনতাকে শপথ পাঠ করান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি এবং বক্তব্য রাখেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাতে এবং মুক্তিযোদ্ধাদের চেতনা ও সাহস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে ১ ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে ‘মুক্তিযোদ্ধা দিবস’ উদযাপনে জন্য ঝুলিয়ে রাখা সরকারি প্রজ্ঞাপন অবিলম্বে জারি করার দাবি জানান হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘ছুটি চাই না। কিন্তু মুক্তিযোদ্ধা দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই।’ এছাড়া জাসদ ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটি একই দিন সকাল ৯টায় মিরপুরে বীরমুক্তিযোদ্ধা কবরস্থানে সমাবেশ ও শ্রদ্ধা নিবেদন করে। ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মো. নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা আনোয়ার, মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল প্রমুখ।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এক নারীকে দুই ভাই বিয়ে করে বললেন- আমরা গর্বিত

মুক্তিযোদ্ধা দিবস পালন ,শিখা চিরন্তনে শাজাহান খান ও ইনুর শ্রদ্ধা

আপডেট সময় : ০২:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২


নিজস্ব প্রতিবেদক : ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটি, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ, মুক্তিযোদ্ধা ঐক্য জোটসহ বিভিন্ন সংগঠন।

গতকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত মুক্তিযোদ্ধা ও জনতাকে শপথ পাঠ করান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি এবং বক্তব্য রাখেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাতে এবং মুক্তিযোদ্ধাদের চেতনা ও সাহস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে ১ ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে ‘মুক্তিযোদ্ধা দিবস’ উদযাপনে জন্য ঝুলিয়ে রাখা সরকারি প্রজ্ঞাপন অবিলম্বে জারি করার দাবি জানান হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘ছুটি চাই না। কিন্তু মুক্তিযোদ্ধা দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই।’ এছাড়া জাসদ ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটি একই দিন সকাল ৯টায় মিরপুরে বীরমুক্তিযোদ্ধা কবরস্থানে সমাবেশ ও শ্রদ্ধা নিবেদন করে। ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মো. নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা আনোয়ার, মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল প্রমুখ।