ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ তামিমের

  • আপডেট সময় : ০১:৩০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • ১১৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ভারতের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন অধিনায়ক তামিম ইকবাল। এমনকী প্রথম টেস্টেও তিনি অনিশ্চিত। গত ৩০ নভেম্বর মিরপুর শেরে বাংলায় একটি ওয়ার্মআপ ম্যাচ খেলতে গিয়ে গ্রোইন ইনজুরিতে আক্রান্ত হয়েছেন দেশসেরা ওপেনার। তাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ আরও পাচ্ছে না পেস তারকা তাসকিন আহামেদকে। তার জায়গায় ব্যকআপ হিসেবে স্কোয়াডে ডাকা হয়েছে শরীফুল ইসলামকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘ব্যাক পেইনের কারণে তাসকিন প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন। আমরা তার উন্নতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব।’ উল্লেখ্য, ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশ-ভারতের ক্রিকেট লড়াই। আগামী ৪ ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। পরের ম্যাচ ৭ ডিসেম্বর একই ভেন্যুতে। তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১০ ডিসেম্বর। এরপর ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট ২২ ডিসেম্বর।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ তামিমের

আপডেট সময় : ০১:৩০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : ভারতের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন অধিনায়ক তামিম ইকবাল। এমনকী প্রথম টেস্টেও তিনি অনিশ্চিত। গত ৩০ নভেম্বর মিরপুর শেরে বাংলায় একটি ওয়ার্মআপ ম্যাচ খেলতে গিয়ে গ্রোইন ইনজুরিতে আক্রান্ত হয়েছেন দেশসেরা ওপেনার। তাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ আরও পাচ্ছে না পেস তারকা তাসকিন আহামেদকে। তার জায়গায় ব্যকআপ হিসেবে স্কোয়াডে ডাকা হয়েছে শরীফুল ইসলামকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘ব্যাক পেইনের কারণে তাসকিন প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন। আমরা তার উন্নতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব।’ উল্লেখ্য, ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশ-ভারতের ক্রিকেট লড়াই। আগামী ৪ ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। পরের ম্যাচ ৭ ডিসেম্বর একই ভেন্যুতে। তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১০ ডিসেম্বর। এরপর ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট ২২ ডিসেম্বর।