ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

ভারতীয় নারীদের পোশাক নিয়ে যা বললেন বলিউড অভিনেত্রী আশা পারেখ

  • আপডেট সময় : ০১:৫৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে

নারী ও শিশু ডেস্ক : ভারতে পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসনে নিয়ে কথা বললেন বলিউড অভিনেত্রী আশা পারেখ। গোয়ায় চলছে ভারতের ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে বিয়েতে নারীদের বিদেশি পোশাক পরা নিয়ে মন্তব্য করেন আশা পারেখ। আশা পারেখ বলেন, এখন সবকিছুর পরিবর্তন হয়ে গেছে। সবাই পশ্চিমা সংস্কৃতির দিকে ঝুঁকছে। বিয়েতে ভারতের নারীরা নিজেদের সংস্কৃতির দেশীয় পোশাক শাড়ি, সালোয়ার-কামিজ, ঘাঘরা-চোলির মতো পোশাকের পরিবর্তে পশ্চিমা পোশাক বা গাউন পরছেন। তিনি বলেন, ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির জন্য বিষয়টা দুঃখজনক।
দেশীয় সংস্কৃতি ধরে রাখার জন্য তিনি ভারতীয় নারীদের দেশীয় পোশাক পরার আহ্বান করেন। আশা পারেখ এ জন্য দায়ী করেছেন পর্দার নায়িকাদের। তাঁর মন্তব্য, আগে নায়িকাদের দেশি পোশাকে দেখা যেত। এখন তাঁরা পশ্চিমা পোশাক পরেন। তাঁদের অনুসরণ করে ভারতীয় নারীরা বিদেশি সংস্কৃতির দিকে ঝুঁকছেন। তিনি বলেন, পর্দায় নায়িকারা যেমন পোশাক পরেন, তাঁদের অনুসরণ করে অনেক নারীই তাঁদের মতো পোশাক পরছেন। এতে দেশীয় সংস্কৃতির স্থান দখল করে নিচ্ছে পশ্চিমা সংস্কৃতি।
কিছুদিন আগে ভারতীয় নারীদের পোশাক নিয়ে মন্তব্য করেছিলেন জয়া বচ্চন। সে সময় তিনিও নারী পশ্চিমা পোশাকের প্রতি বেশি আগ্রহী বলে মন্তব্য করেন। এবার একই কথা বললেন আশা পারেখ। তবে নেটিজেনদের একাংশ তাঁদের এই মন্তব্যের বিরোধিতা করছেন। এই সময়ে এসে পোশাক নিয়ে মন্তব্য না করাই ভালো বলে মনে করছেন তাঁরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভারতীয় নারীদের পোশাক নিয়ে যা বললেন বলিউড অভিনেত্রী আশা পারেখ

আপডেট সময় : ০১:৫৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২

নারী ও শিশু ডেস্ক : ভারতে পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসনে নিয়ে কথা বললেন বলিউড অভিনেত্রী আশা পারেখ। গোয়ায় চলছে ভারতের ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে বিয়েতে নারীদের বিদেশি পোশাক পরা নিয়ে মন্তব্য করেন আশা পারেখ। আশা পারেখ বলেন, এখন সবকিছুর পরিবর্তন হয়ে গেছে। সবাই পশ্চিমা সংস্কৃতির দিকে ঝুঁকছে। বিয়েতে ভারতের নারীরা নিজেদের সংস্কৃতির দেশীয় পোশাক শাড়ি, সালোয়ার-কামিজ, ঘাঘরা-চোলির মতো পোশাকের পরিবর্তে পশ্চিমা পোশাক বা গাউন পরছেন। তিনি বলেন, ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির জন্য বিষয়টা দুঃখজনক।
দেশীয় সংস্কৃতি ধরে রাখার জন্য তিনি ভারতীয় নারীদের দেশীয় পোশাক পরার আহ্বান করেন। আশা পারেখ এ জন্য দায়ী করেছেন পর্দার নায়িকাদের। তাঁর মন্তব্য, আগে নায়িকাদের দেশি পোশাকে দেখা যেত। এখন তাঁরা পশ্চিমা পোশাক পরেন। তাঁদের অনুসরণ করে ভারতীয় নারীরা বিদেশি সংস্কৃতির দিকে ঝুঁকছেন। তিনি বলেন, পর্দায় নায়িকারা যেমন পোশাক পরেন, তাঁদের অনুসরণ করে অনেক নারীই তাঁদের মতো পোশাক পরছেন। এতে দেশীয় সংস্কৃতির স্থান দখল করে নিচ্ছে পশ্চিমা সংস্কৃতি।
কিছুদিন আগে ভারতীয় নারীদের পোশাক নিয়ে মন্তব্য করেছিলেন জয়া বচ্চন। সে সময় তিনিও নারী পশ্চিমা পোশাকের প্রতি বেশি আগ্রহী বলে মন্তব্য করেন। এবার একই কথা বললেন আশা পারেখ। তবে নেটিজেনদের একাংশ তাঁদের এই মন্তব্যের বিরোধিতা করছেন। এই সময়ে এসে পোশাক নিয়ে মন্তব্য না করাই ভালো বলে মনে করছেন তাঁরা।