ক্রীড়া ডেস্ক : এসএ২০-এর প্রথম আসরে ডারবান সুপার জায়ান্টসের অধিনায়ক হলেন কুইন্টন ডি কক। ২৯ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যানের জাতীয় দলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। চারটি টেস্ট, আটটি ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন তিনি। এছাড়া আইপিএল দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসও তার অধিনায়কত্বে খেলেছে। এবার দক্ষিণ আফ্রিকান লিগে একই মালিকানাভুক্ত ফ্র্যাঞ্চাইজিরও নেতৃত্ব পেলেন ডি কক। একসঙ্গে তিন ফরম্যাটে খেলা কঠিন হয়ে পড়ায় ২০২১ সালের ডিসেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ডি কক। তাই ডিসেম্বরে যখন প্রোটিয়া টেস্ট দলের খেলোয়াড়রা অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নিতে ব্যস্ত থাকবেন, তখন তিনি দেশের নতুন ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য তৈরি হবেন। আগামী ১১ জানুয়ারি ডি ককের দল প্রথম ম্যাচ খেলবে জোহানেসবার্গ সুপার কিংসের বিপক্ষে।