ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

সিরিয়াল দেখে কৌশল রপ্ত, এরপর মালিককে হত্যা

  • আপডেট সময় : ০২:৪৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • ১২১ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে এক নার্সারি ব্যবসায়ীকে হত্যার অভিযোগে এক কিশোরকে (১৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে মিরপুর থানার ওসি রাশিদুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি রাশিদুল আলম জানান, নার্সারি ব্যবসায়ী আবু তৈয়ব আমলা ইউনিয়নের অঞ্জনগাছি গ্রামে গত ৪/৫ মাস আগে একটি নার্সারি গড়ে তোলেন। ওই নার্সারিতে দৈনিক ৪০০ টাকা মজুরিতে ওই কিশোর কাজ করতো। তার একটি ব্যাটারিচালিত ভ্যান থাকায় সেই ভ্যানে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে গাছের চারা বিক্রি করতো। তবে প্রায়ই কাজে দেরি করে আসতো। এ কারণে মালিক আবু তৈয়ব মাঝেমধ্যে তাকে মারধর করতো। এই নিয়ে ওই কিশোরের ক্ষোভ সৃষ্টি হয়। এই পুলিশ কর্মকর্তা জানান, গত ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) দেরি করে কাজে আসায় তাকে গালমন্দ করলে হত্যার পরিকল্পনা করে এই কিশোর। হত্যার জন্য ভারতীয় সনি আট চ্যানেলের সিআইডি সিরিয়াল দেখে হত্যার কৌশল আয়ত্ত করে। পরে গত ২০ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে কৌশলে ডেকে ইট দিয়ে পেছন থেকে আঘাত করে হত্যা করে সে। পরে হত্যা শেষে বাড়ি চলে যায়।
প্রসঙ্গত, সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ধুপাবিল শিমুলতলা মাঠ থেকে আবু তৈয়বের (৫৪) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মৃত তাগের আলীর ছেলে। দীর্ঘ ১৪/১৫ বছর মিরপুর উপজেলার আমলা গ্রামে নার্সারি ব্যবসা করেছেন। গত চার মাস আগে অঞ্জনগাছি গ্রামে শহিদুল ইসলামের জমি লিজ নিয়ে নার্সারি ব্যবসা শুরু করেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু, ৮০ টাকায় মিলবে চিনি

সিরিয়াল দেখে কৌশল রপ্ত, এরপর মালিককে হত্যা

আপডেট সময় : ০২:৪৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে এক নার্সারি ব্যবসায়ীকে হত্যার অভিযোগে এক কিশোরকে (১৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে মিরপুর থানার ওসি রাশিদুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি রাশিদুল আলম জানান, নার্সারি ব্যবসায়ী আবু তৈয়ব আমলা ইউনিয়নের অঞ্জনগাছি গ্রামে গত ৪/৫ মাস আগে একটি নার্সারি গড়ে তোলেন। ওই নার্সারিতে দৈনিক ৪০০ টাকা মজুরিতে ওই কিশোর কাজ করতো। তার একটি ব্যাটারিচালিত ভ্যান থাকায় সেই ভ্যানে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে গাছের চারা বিক্রি করতো। তবে প্রায়ই কাজে দেরি করে আসতো। এ কারণে মালিক আবু তৈয়ব মাঝেমধ্যে তাকে মারধর করতো। এই নিয়ে ওই কিশোরের ক্ষোভ সৃষ্টি হয়। এই পুলিশ কর্মকর্তা জানান, গত ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) দেরি করে কাজে আসায় তাকে গালমন্দ করলে হত্যার পরিকল্পনা করে এই কিশোর। হত্যার জন্য ভারতীয় সনি আট চ্যানেলের সিআইডি সিরিয়াল দেখে হত্যার কৌশল আয়ত্ত করে। পরে গত ২০ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে কৌশলে ডেকে ইট দিয়ে পেছন থেকে আঘাত করে হত্যা করে সে। পরে হত্যা শেষে বাড়ি চলে যায়।
প্রসঙ্গত, সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ধুপাবিল শিমুলতলা মাঠ থেকে আবু তৈয়বের (৫৪) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মৃত তাগের আলীর ছেলে। দীর্ঘ ১৪/১৫ বছর মিরপুর উপজেলার আমলা গ্রামে নার্সারি ব্যবসা করেছেন। গত চার মাস আগে অঞ্জনগাছি গ্রামে শহিদুল ইসলামের জমি লিজ নিয়ে নার্সারি ব্যবসা শুরু করেন।