পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় ৫০টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। গতকাল শনিবার দুপুরে পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া খালে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়। এর আগে সকালে পৌর শহরের চৌরাস্তা এলাকার একটি বাসা থেকে কচ্ছপ উদ্ধার করা হয়। কচ্ছপ অবমুক্তের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম ও এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসানসহ প্রমুখ। এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বন বিভাগের সহায়তায় অভিযান চালিয়ে এসব কচ্ছপ উদ্ধার করা হয়।