ঢাকা ১২:১২ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান গুতেরেসের

  • আপডেট সময় : ১২:০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • ১৫১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক প্রতিবেদনে বুধবার তিনি এ আহ্বান জানিয়েছেন।
গুতেরেস বলেছেন, ‘আমি পরমাণু সমঝোতায় বর্ণিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি এবং একইসঙ্গে ইরানের সঙ্গে এই সমঝোতার প্রতিশ্রুতিতে পরিপূর্ণভাবে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।’
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদত বুধবার মহাসচিবের দ্বিবার্ষিক প্রতিবেদনে ২০১৫ সালের প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছে। এই প্রস্তাবে ইরান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, রাশিয়া ও চীনের মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি রক্ষার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ২০১৮ সালের মে মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপর তিনি ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। সমঝোতায় ফিরতে ভিয়েনায় ইরানের সঙ্গে সম্প্রতি আলোচনা শুরু হয়েছে পাঁচ দেশের কূটনীতিকদের।
ইরানের দাবি, পরমাণু সমঝোতায় ফিরতে হলে যুক্তরাষ্ট্রকে তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তবে যুক্তরাষ্ট্রের দাবি , ইরানকে আগে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান গুতেরেসের

আপডেট সময় : ১২:০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১

প্রত্যাশা ডেস্ক : ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক প্রতিবেদনে বুধবার তিনি এ আহ্বান জানিয়েছেন।
গুতেরেস বলেছেন, ‘আমি পরমাণু সমঝোতায় বর্ণিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি এবং একইসঙ্গে ইরানের সঙ্গে এই সমঝোতার প্রতিশ্রুতিতে পরিপূর্ণভাবে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।’
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদত বুধবার মহাসচিবের দ্বিবার্ষিক প্রতিবেদনে ২০১৫ সালের প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছে। এই প্রস্তাবে ইরান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, রাশিয়া ও চীনের মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি রক্ষার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ২০১৮ সালের মে মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপর তিনি ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। সমঝোতায় ফিরতে ভিয়েনায় ইরানের সঙ্গে সম্প্রতি আলোচনা শুরু হয়েছে পাঁচ দেশের কূটনীতিকদের।
ইরানের দাবি, পরমাণু সমঝোতায় ফিরতে হলে যুক্তরাষ্ট্রকে তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তবে যুক্তরাষ্ট্রের দাবি , ইরানকে আগে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।