নিজস্ব প্রতিবেদক : ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর পল্লবীর বহুল আলোচিত কিশোর গ্যাং গ্রুপের লিডার মো. হাসিবুল হাসান ওরফে বাংলা অনিকসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার র্যাব-৪ থেকে জাননো হয়, সোমবার (২১ নভেম্বর) রাতে পল্লবী থানার ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং গ্রুপের লিডার মো. হাসিবুল হাসানকে তার সহযোগীসহ গ্রেপ্তার করা হয় । তারা বেশ কিছুদিন ধরে রাতে সাধারণ পথচারী ও যানবাহনে ছুরি, চাকু ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ডাকাতি করে আসছে। গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলো, মো. বাহাদুর, মো. মনির হোসেন ওরফে সোহেল, মো. আরিফুল ইসলাম ওরফে অপি ও মো. অহিদুজ্জামান ওরফে অহিদুর জামান। র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পল্লবী এলাকার বহুল আলোচিত কিশোর গ্যাং গ্রুপের সদস্য এবং অনিক এই গ্রুপের লিডার। তাদের প্রত্যেকের নামে পল্লবী থানায় ছিনতাই এবং মাদকসহ একাধিক মামলা রয়েছে।
কিশোর গ্যাং লিডার বাংলা অনিকসহ গ্রেপ্তার ৫
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ