প্রযুক্তি ডেস্ক : লিংকডইনের প্রায় ৯২ শতাংশ গ্রাহকের তথ্য ৭০ কোটি গ্রাহকের হ্যাকড হয়েছে। যা মোট ব্যবহারকারীর ৯২ শতাংশ।
কীভাবে হ্যাকিংয়ের ঘটনা ঘটলো তা বিস্তারিতভাবে জানা যায়নি।
তবে টেক পোর্টালগুলো জানিয়েছে লিংকডইন ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই ব্যবহার করেই গ্রাহকদের গুরুত্বপূর্ণ সব তথ্য হ্যাক করেছে সাইবার ক্রিমিনালরা।
এপিআই হলো একটি সফটওয়্যার ইন্টারমিডিয়ারি, যা দুটি সার্ভিসকে একে অন্যের সঙ্গে কমিউনিকেট করতে সাহায্য করে। আর এখানেই কারসাজি করে থাকে হ্যাকারেরা।
পরিসংখ্যান বলছে, জব সার্চিং প্ল্যাটফর্মের অধিকাংশ ইউজারের তথ্যই হ্যাকারের কাছে পৌঁছে গেছে।
আশ্চর্যজনক ভাবে, এই হ্যাকিংয়ের ঘটনা সম্পর্কে জানিয়েছে হ্যাকার নিজেই। ইউজারদের নাম, ইমেল আইডি, ফোন নম্বর, ঠিকানাসহ আরও গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি হ্যাকারদের।
লিংকডইনের ৭০ কোটি গ্রাহকের তথ্য হ্যাকড!
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























