ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫

দিল্লিতে আম আদমি পার্টির বিধায়ককে মারধর, আত্মরক্ষায় দিলেন দৌড়

  • আপডেট সময় : ১২:৫৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আম আদমি পার্টির (এএপি) মাতিয়ালার এমএলএ গুলাব সিং যাদব দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। শুধু তাই নয় অনেকে কিল-ঘুষিও মারেন তাকে। এসময় নিজেকে কর্মীদের রোষানল থেকে বাঁচাতে দৌড় দেন তিনি। দিল্লিতে আগামী ৪ ডিসেম্বর পৌরসভা নির্বাচন। তা নিয়ে শুরু হয়েছে কোন্দল। জানা গেছে, মাতিয়ালার এমএলএ গুলাব সিং যাদব কর্মীদের নিয়ে সভা করছিলেন শ্যাম বিহারে। সেখানেই উত্তেজিত কিছু কর্মী তাকে তর্কের এক পর্যায়ে মারধর শুরু করেন। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সভা চলাকালে ঘটনাস্থলে থাকা সূত্রের মাধ্যমে জানা গেছে, দিল্লির ওই সভা হয় সোমবার রাত ৮টার দিকে। এসময় হঠাৎই নেতাকর্মীরা ফুঁসে উঠেন। এক সময় এমএলএকে মারধর শুরু করেন তারা। দিল্লির পৌরসভা গত ১৫ বছর ধরে বিজেপির দখলে রয়েছে। এবার নির্বাচনে জয়ী হতে মরিয়া আম আদমি পার্টির নেতাকর্মীরা। প্রায়ই রাজনৈতিক সভা-সমাবেশ করছেন তারা। এই রাজনীতিকের মারধরের ভিডিও বিজেপির অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন। বিজেপির অভিযোগ, তিনি নির্বাচনে টিকিট বিক্রি করছিলেন। ঘটনার সূত্রপাত আসলে তা নিয়ে। তবে অরবিন্দ কেজরিওয়ালের দলের তরফে এ নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দিল্লিতে আম আদমি পার্টির বিধায়ককে মারধর, আত্মরক্ষায় দিলেন দৌড়

আপডেট সময় : ১২:৫৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আম আদমি পার্টির (এএপি) মাতিয়ালার এমএলএ গুলাব সিং যাদব দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। শুধু তাই নয় অনেকে কিল-ঘুষিও মারেন তাকে। এসময় নিজেকে কর্মীদের রোষানল থেকে বাঁচাতে দৌড় দেন তিনি। দিল্লিতে আগামী ৪ ডিসেম্বর পৌরসভা নির্বাচন। তা নিয়ে শুরু হয়েছে কোন্দল। জানা গেছে, মাতিয়ালার এমএলএ গুলাব সিং যাদব কর্মীদের নিয়ে সভা করছিলেন শ্যাম বিহারে। সেখানেই উত্তেজিত কিছু কর্মী তাকে তর্কের এক পর্যায়ে মারধর শুরু করেন। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সভা চলাকালে ঘটনাস্থলে থাকা সূত্রের মাধ্যমে জানা গেছে, দিল্লির ওই সভা হয় সোমবার রাত ৮টার দিকে। এসময় হঠাৎই নেতাকর্মীরা ফুঁসে উঠেন। এক সময় এমএলএকে মারধর শুরু করেন তারা। দিল্লির পৌরসভা গত ১৫ বছর ধরে বিজেপির দখলে রয়েছে। এবার নির্বাচনে জয়ী হতে মরিয়া আম আদমি পার্টির নেতাকর্মীরা। প্রায়ই রাজনৈতিক সভা-সমাবেশ করছেন তারা। এই রাজনীতিকের মারধরের ভিডিও বিজেপির অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন। বিজেপির অভিযোগ, তিনি নির্বাচনে টিকিট বিক্রি করছিলেন। ঘটনার সূত্রপাত আসলে তা নিয়ে। তবে অরবিন্দ কেজরিওয়ালের দলের তরফে এ নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি