কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ১৯ ফুট উচ্চতার একটি গাঁজা গাছসহ রুহুল আমিন মধু (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মাদক আইনে গ্রেফতার দেখিয়ে গতকাল সোমবার তাকে কারাগারে পাঠানো হয়। রুহুল আমিন উপজেলার নন্দনালপুর ইউনিয়নের হাবাসপুর এলাকার আব্দুর রহমানের ছেলে। পুলিশ জানায়, রুহুল আমিন রান্নাঘরের পাশে সাত মাস ধরে একটি গাঁজা গাছ চাষ করছিলেন। গতকাল সোমবার সকালে তার বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে প্রায় ১৯ ফুট উচ্চতার গাঁজা গাছটি জব্দ করা হয়। এ সময় তাকে আটক করা হয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
জনপ্রিয় সংবাদ





















