ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

রাশিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নিহত ৯

  • আপডেট সময় : ০২:৩০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • ১৬২ বার পড়া হয়েছে

বিদেশেরখবর ডেস্ক : রাশিয়ার সাখালিনের তিমোভস্কোয় শহরের একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে ঘটা বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এসময় ১২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার ভোরের দিকে এ বিস্ফোরণ ঘটে। তিমোভস্কোয় শহরের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানান, বিস্ফোরণের ঘটনায় নিহত ৯ জনের মধ্যে চার শিশু রয়েছে। তাছাড়া, এ দুর্ঘটনায় ভবনের কয়েকটি তলা ধসে পড়েছে।
দেশটির সরকারি সংবাদ সংস্থা তাস বলেছে, যে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি ১৯৮০’র দশকে নির্মিত।
রুশ সংবাদমাধ্যমগুলোকে গভর্নর ভ্যালেরি বলেন, আবাসিক ওই ভবনে ৩৩ জন বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে দুজন এখনো ধ্বংসস্তুপের নিচে আটকা রয়েছেন। জীবিতদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকারীরা।
রুশ গণমাধ্যমগুলোতে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনে দেখা যায়, বাদামি রঙের ব্যালকনির সাদা ওই ভবনের একাংশ ধসে পড়েছে। অন্তত ৬০ জন উদ্ধারকারী সেখানে কাজ করছেন। দেশটির জরুরি সেবাবিষয়ক মন্ত্রণালয় বলছে, প্রাথমিক তথ্য অনুযায়ী- গ্যাস লিকেজ থেকে ওই ভবনে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: তাস।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কে কোন আসনে লড়বেন

রাশিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নিহত ৯

আপডেট সময় : ০২:৩০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২

বিদেশেরখবর ডেস্ক : রাশিয়ার সাখালিনের তিমোভস্কোয় শহরের একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে ঘটা বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এসময় ১২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার ভোরের দিকে এ বিস্ফোরণ ঘটে। তিমোভস্কোয় শহরের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানান, বিস্ফোরণের ঘটনায় নিহত ৯ জনের মধ্যে চার শিশু রয়েছে। তাছাড়া, এ দুর্ঘটনায় ভবনের কয়েকটি তলা ধসে পড়েছে।
দেশটির সরকারি সংবাদ সংস্থা তাস বলেছে, যে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি ১৯৮০’র দশকে নির্মিত।
রুশ সংবাদমাধ্যমগুলোকে গভর্নর ভ্যালেরি বলেন, আবাসিক ওই ভবনে ৩৩ জন বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে দুজন এখনো ধ্বংসস্তুপের নিচে আটকা রয়েছেন। জীবিতদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকারীরা।
রুশ গণমাধ্যমগুলোতে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনে দেখা যায়, বাদামি রঙের ব্যালকনির সাদা ওই ভবনের একাংশ ধসে পড়েছে। অন্তত ৬০ জন উদ্ধারকারী সেখানে কাজ করছেন। দেশটির জরুরি সেবাবিষয়ক মন্ত্রণালয় বলছে, প্রাথমিক তথ্য অনুযায়ী- গ্যাস লিকেজ থেকে ওই ভবনে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: তাস।