বিদেশের-খবর ডেস্ক : সিরিয়ার মধ্য ও পশ্চিমাঞ্চলে একটি সামরিক চেকপোস্টে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত চার সেনা নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৯ নভেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে এ তথ্য। ব্রিটিশ-ভিত্তিক আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, হোমস ও হামা প্রদেশের ইরানপন্থিদের টার্গেট করে এ হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনী লাতাকিয়া প্রদেশে সিরিয়ার একটি বিমান প্রতিরক্ষাব্যবস্থাকে লক্ষ্য করেও হামলা চালায়।
সিরিয়ার বিমান বাহিনীও পাল্টা হামলা চালিয়েছে বলেও জানায় সংবাদ সংস্থা সানা। তবে হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর কোনও মন্তব্য পাওয়া যায়নি।
সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় ৪ সেনা নিহত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























