নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান পুননির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক আতাউল্লাহ মন্ডল। এর আগে জয়দেবপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে মহানগর আওয়ামী লীগের প্রথম সম্মেলন গতকাল শনিবার বেলা ১১টার দিকে শুরু হয়। বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব বাছাই করেন কেন্দ্রীয় নেতারা। বিকাল ৫টার দিকে নতুন নেতাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গাজীপুর মহানগর ঘোষিত হওয়ার পর এটি প্রথম সম্মেলন। এ কারণে সম্মেলন ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে সাজ সাজ রব বিরাজ করে।