ঢাকা ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

বৈষম্য দূর করার বার্তা নিয়ে ভারতীয় যুবক ব্রাহ্মণবাড়িয়ায়

  • আপডেট সময় : ০১:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • ১৫০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : লিঙ্গ, জাতি, বর্ণসহ সব ধরনের বৈষম্য দূর করার বার্তা নিয়ে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় এসেছেন ভারতীয় যুবক দ্বিরাজ কুমার গুপ্তা। ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন বিহারের এই যুবক। গত ১৩ নভেম্বর সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন দ্বিরাজ। এরপর সিলেট, শ্রীমঙ্গল, হবিগঞ্জসহ ৫টি জেলায় ঘুরে গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌঁছান।
গতকাল শনিবার সকালে দ্বিরাজ শহরের লোকনাথ দীঘির টেংকেরপাড় এলাকায় পৌঁছালে ভোরের সাথী ও রানার্স কমিউনিটির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ২০দিন সাইকেল নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরবেন বিহারের বাসিন্দা দ্বিরাজ। এরপর তিনি ঢাকায় যাবেন। সেখান থেকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করবেন তিনি। ২০২১ সালের ১১ নভেম্বর থেকে সাইকেল যাত্রা শুরু করেন বিহার রাজ্যের জেহানাবাদ জেলার নেওয়ারী নওঘর গ্রামের বাসিন্দা দ্বিরাজ। এই যুবক দিল্লির আম্বেতকার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন। ভারতের পাঞ্জাব, দিল্লি, বিহার, সিকিম, আসাম, ত্রিপুরা, মেঘালয়সহ এ পর্যন্ত ১৪টি রাজ্য সাইকেল নিয়ে ঘুরেছেন। ২০১৯ সালে পাঞ্জাবের একটি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করেন দ্বিরাজ। দ্বিরাজ বলেন, ‘ছোটবেলা থেকে প্রচুর বৈষম্য দেখেছি। আমাদের দেশে লিঙ্গ ও বর্ণের পাশাপাশি জাত নিয়েও বৈষম্য প্রবল। একসময় ভাবলাম, বৈষম্য দূর করার জন্য কিছু একটা করা দরকার। সেই ভাবনা থেকেই সাইকেল ভ্রমণ। ২০২১ সালের ১১ নভেম্বর শুরু হয় সাইকেল যাত্রা। প্রাথমিক ভাবে বাংলাদেশে আসার কোনো পরিকল্পনা ছিল না। আমার পরবর্তী গন্তব্য পশ্চিমবঙ্গ। আসাম থেকে বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ যাওয়া সহজ। তাই এখানে এসেছি।’ তিনি আরও বলেন, ‘যেহেতু এসেছি তাই বাংলাদেশেও বিদ্বেষের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে কাজ করবো। পাশাপাশি ভারত ও বাংলাদেশের সংস্কৃতি ও মানুষ সর্ম্পক জানতে চেষ্টা করবো। এদেশের মানুষের আতিথিয়েতা ও উষ্ণ অর্ভ্যথনায় আমি মুগ্ধ। ২০ দিন বাংলাদেশের বিভিন্ন এলাকা ঘুরে বৈষম্য রোধের আহ্বান জানাবো। দীর্ঘ এক বছর ৮ দিনে এখন পর্যন্ত ৯ হাজার ৪৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছি।’ জানা গেছে, বাংলাদেশে সাইকেল কমিউনিটির সদস্যরা দ্বিরাজকে বাংলাদেশ ভ্রমণে সহায়তা করছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কে কোন আসনে লড়বেন

বৈষম্য দূর করার বার্তা নিয়ে ভারতীয় যুবক ব্রাহ্মণবাড়িয়ায়

আপডেট সময় : ০১:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : লিঙ্গ, জাতি, বর্ণসহ সব ধরনের বৈষম্য দূর করার বার্তা নিয়ে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় এসেছেন ভারতীয় যুবক দ্বিরাজ কুমার গুপ্তা। ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন বিহারের এই যুবক। গত ১৩ নভেম্বর সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন দ্বিরাজ। এরপর সিলেট, শ্রীমঙ্গল, হবিগঞ্জসহ ৫টি জেলায় ঘুরে গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌঁছান।
গতকাল শনিবার সকালে দ্বিরাজ শহরের লোকনাথ দীঘির টেংকেরপাড় এলাকায় পৌঁছালে ভোরের সাথী ও রানার্স কমিউনিটির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ২০দিন সাইকেল নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরবেন বিহারের বাসিন্দা দ্বিরাজ। এরপর তিনি ঢাকায় যাবেন। সেখান থেকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করবেন তিনি। ২০২১ সালের ১১ নভেম্বর থেকে সাইকেল যাত্রা শুরু করেন বিহার রাজ্যের জেহানাবাদ জেলার নেওয়ারী নওঘর গ্রামের বাসিন্দা দ্বিরাজ। এই যুবক দিল্লির আম্বেতকার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন। ভারতের পাঞ্জাব, দিল্লি, বিহার, সিকিম, আসাম, ত্রিপুরা, মেঘালয়সহ এ পর্যন্ত ১৪টি রাজ্য সাইকেল নিয়ে ঘুরেছেন। ২০১৯ সালে পাঞ্জাবের একটি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করেন দ্বিরাজ। দ্বিরাজ বলেন, ‘ছোটবেলা থেকে প্রচুর বৈষম্য দেখেছি। আমাদের দেশে লিঙ্গ ও বর্ণের পাশাপাশি জাত নিয়েও বৈষম্য প্রবল। একসময় ভাবলাম, বৈষম্য দূর করার জন্য কিছু একটা করা দরকার। সেই ভাবনা থেকেই সাইকেল ভ্রমণ। ২০২১ সালের ১১ নভেম্বর শুরু হয় সাইকেল যাত্রা। প্রাথমিক ভাবে বাংলাদেশে আসার কোনো পরিকল্পনা ছিল না। আমার পরবর্তী গন্তব্য পশ্চিমবঙ্গ। আসাম থেকে বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ যাওয়া সহজ। তাই এখানে এসেছি।’ তিনি আরও বলেন, ‘যেহেতু এসেছি তাই বাংলাদেশেও বিদ্বেষের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে কাজ করবো। পাশাপাশি ভারত ও বাংলাদেশের সংস্কৃতি ও মানুষ সর্ম্পক জানতে চেষ্টা করবো। এদেশের মানুষের আতিথিয়েতা ও উষ্ণ অর্ভ্যথনায় আমি মুগ্ধ। ২০ দিন বাংলাদেশের বিভিন্ন এলাকা ঘুরে বৈষম্য রোধের আহ্বান জানাবো। দীর্ঘ এক বছর ৮ দিনে এখন পর্যন্ত ৯ হাজার ৪৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছি।’ জানা গেছে, বাংলাদেশে সাইকেল কমিউনিটির সদস্যরা দ্বিরাজকে বাংলাদেশ ভ্রমণে সহায়তা করছেন।