গাইবান্ধা সংবাদদাতা : নকশিকাঁথায় স্বপ্ন বুনছেন গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার দুই শতাধিক নারী। শুধু নান্দনিক নকশিকাঁথাই নয় এখানকার নারীরা শাড়ি, ওয়ান পিস, টু-পিস, থ্রি-পিস ও সালোয়ার কামিজসহ হাতের তৈরি বিভিন্ন ধরেনর পোশাক তৈরি করছেন। সরেজমিনে দেখা যায়, উপজেলার উদয়সাগর এলাকার শেফালির বেগমের বাড়িতে অর্ধশত নারী নকশিকাঁথার কাজ করছেন। এদের মধ্যে কেউ বারান্দায়, কেউ উঠানে, আবার কেউ গাছ তলায় বসে শাড়ি, থ্রি-পিস ও সালোয়ার কামিজসহ বিভিন্ন পোশাকে আঁকছেন সুই আর রঙিন কারুকাজ। নিপুণ হাতের ছোঁয়ায় একেকটি পোশাকে ফুটে উঠছে নান্দনিক সব নকশা। সুবিধা হইলো কর্মীরা নিজের বাড়িতে নিয়ে গিয়েও নকশীকাঁথার কাজ করতে পারছেন। কাজের ফাঁকে কথা হয় নারী কারিগরদের সঙ্গে। তারা জানান, কিছুদিন আগেও তাদের সংসারে অভাব ছিল। পরে প্রশিক্ষণ নিয়ে কাপড়ের নকশার কাজ করায় এখন বাড়তি উপার্জন হচ্ছে। তারা প্রত্যেকই চাদর, শাড়ি ও জামায় কাজ করে মজুরি হিসেবে মাসে চার থেকে পাঁচ হাজার টাকা আয় করছেন।
উদয়সাগর এলাকার মমিনুল ইসলামের স্ত্রী সোহাগী বেগম (৩৬) বলেন, সপ্তাহে একদিনও আর বসে থাকতে হয় না আমাদের। পারিবারিক কাজের ফাঁকে এখানে কাজ করা যায়। এখানে কাজ করে পরিবারকে সাহায্য করতে পারছি। নকশিকাঁথা তৈরি করে স্বাবলম্বী হচ্ছি। একই এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী তানজিলা বেগম (৩৮) বলেন, এখান থেকে আয় করে তিন ছেলে-মেয়েকে নিয়ে আর চিন্তা করতে হয় না। লেখা-পড়ার খরচ, বাড়ির বিদ্যুৎ বিলসহ ছেলে মেয়েদের আবদারসহ নিজের সখ পূরণ করতে পারছি।
নকশিকাঁথায় স্বাবলম্বী দুই শতাধিক নারী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























