ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

মডার্নার টিকা ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে কার্যকর

  • আপডেট সময় : ০১:১১:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • ১৯৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : গবেষণাগারে পরীক্ষায় দেখা গেছে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে মডার্নার তৈরি টিকা তুলনামূলক বেশি কার্যকর। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
এমআরএনএ-১২৭৩ নামের দ্বিতীয় ডোজ পাওয়ার এক সপ্তাহ পর আটজন অংশগ্রহণকারীর রক্তের নমুনা নিয়ে ওই গবেষণা চালানো হয়।
মডার্নার মতে, ভ্যাকসিনটি পরীক্ষিত সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপাদনে সাড়া দেয় তবে চীনে পাওয়া করোনাভাইরাসে প্রথম ভ্যারিয়েন্টের ক্ষেত্রে সব টিকাই কম কার্যকরী।
তথ্য উপাত্তে দেখা গেছে, দক্ষিণ আফ্রিকায় পাওয়া প্রথম বেটা ভ্যারিয়েন্টের চেয়ে ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরিতে এই টিকাটি সবচেয়ে বেশি কার্যকর।
মডার্নার টিকা ১৮ বছর বা এর বেশি বয়সীদের দেওয়া যায়। প্রত্যেককে এই টিকার দুই ডোজ করে দিতে হয়। টিকাটির প্রথম ডোজ নেওয়ার ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, এই টিকা করোনা ভাইরাসের বিরুদ্ধে ৯৪ দশমিক ১ শতাংশ পর্যন্ত কার্যকর।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মডার্নার টিকা ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে কার্যকর

আপডেট সময় : ০১:১১:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১

প্রত্যাশা ডেস্ক : গবেষণাগারে পরীক্ষায় দেখা গেছে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে মডার্নার তৈরি টিকা তুলনামূলক বেশি কার্যকর। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
এমআরএনএ-১২৭৩ নামের দ্বিতীয় ডোজ পাওয়ার এক সপ্তাহ পর আটজন অংশগ্রহণকারীর রক্তের নমুনা নিয়ে ওই গবেষণা চালানো হয়।
মডার্নার মতে, ভ্যাকসিনটি পরীক্ষিত সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপাদনে সাড়া দেয় তবে চীনে পাওয়া করোনাভাইরাসে প্রথম ভ্যারিয়েন্টের ক্ষেত্রে সব টিকাই কম কার্যকরী।
তথ্য উপাত্তে দেখা গেছে, দক্ষিণ আফ্রিকায় পাওয়া প্রথম বেটা ভ্যারিয়েন্টের চেয়ে ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরিতে এই টিকাটি সবচেয়ে বেশি কার্যকর।
মডার্নার টিকা ১৮ বছর বা এর বেশি বয়সীদের দেওয়া যায়। প্রত্যেককে এই টিকার দুই ডোজ করে দিতে হয়। টিকাটির প্রথম ডোজ নেওয়ার ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, এই টিকা করোনা ভাইরাসের বিরুদ্ধে ৯৪ দশমিক ১ শতাংশ পর্যন্ত কার্যকর।