ঢাকা ০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

এক শামুকের দাম ১৮ হাজার রুপি

  • আপডেট সময় : ০১:০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • ৯০ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের পূর্ব গোদাভারি জেলার একটি নদীর তীরে পাওয়া গেছে অস্বাভাবিক বড় আকারের একটি শামুক। এক নিলামে এটি বিক্রি হয়েছে ১৮ হাজার রুপিতে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, শামুকটিকে সাইরিনক্স অ্যারানাক্স বলে শনাক্ত করা হয়েছে।
স্থল এবং পানিতে যত প্রজাতির শামুক পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বড় সাইরিনক্স অ্যারানাক্স। এটি ৭০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। ওজন হতে পারে ১৮ কেজি পর্যন্ত। সাধারণভাবে অস্ট্রেলিয়ান শিংগা নামে পরিচিত এই শামুকটির খোলস গহনা হিসেবে ব্যবহার হওয়ায় এখন প্রায় বিলুপ্ত।
অন্ধ্র প্রদেশের নদী তীরে পাওয়া কমলা রংঙের শামুকটি নদীর তীরে পাওয়ার কথা জানিয়েছে এএনআই। টুইটারে শামুকটির তিনটি ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থাটি।
সাধারণত ক্রান্তীয় অঞ্চলে পাওয়া যায় সাইরিনক্স অ্যারানাক্স। তবে অন্য এলাকাতেও মেলে এটি। সাধারণত সাইক্লোন কিংবা ঝড়ের পর এটি উপকূলে চলে আসে। ভেজা মৌসুমে সক্রিয় থাকে শামুক। শীতকালে এটি নিষ্ক্রিয় অবস্থায় মাটিতে লুকিয়ে থাকে।
এএনআই-এর টুইটারে শামুকটির ছবি শেয়ার করার পর বেশ কিছু প্রতিক্রিয়া পেয়েছে। এক ব্যবহারকারী শামুকটির অদ্ভূত নামের দিকে ইঙ্গিত করে লিখেছেন এটি অনেকটা হরক্রাক্স’ এর মতো শোনায়। হ্যারি পটারের ছবিতে এই জাদুকরী জিনিস দেখা যায়। আবার অনেকেই শামুকটির সৌন্দর্য্যের প্রশংসা করেছেন।
কুইন্সল্যান্ড মিউজিয়ামের তথ্য অনুযায়ী গহনা হিসেবে জনপ্রিয়তার কারণে বড় আকারের সাইরিনক্স এখন দেখাই পাওয়া যায় না, তবে উপকূলগুলোতে মাঝে মাঝে ছোট আকারেরগুলো পাওয়া যায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এক শামুকের দাম ১৮ হাজার রুপি

আপডেট সময় : ০১:০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১

প্রত্যাশা ডেস্ক : ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের পূর্ব গোদাভারি জেলার একটি নদীর তীরে পাওয়া গেছে অস্বাভাবিক বড় আকারের একটি শামুক। এক নিলামে এটি বিক্রি হয়েছে ১৮ হাজার রুপিতে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, শামুকটিকে সাইরিনক্স অ্যারানাক্স বলে শনাক্ত করা হয়েছে।
স্থল এবং পানিতে যত প্রজাতির শামুক পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বড় সাইরিনক্স অ্যারানাক্স। এটি ৭০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। ওজন হতে পারে ১৮ কেজি পর্যন্ত। সাধারণভাবে অস্ট্রেলিয়ান শিংগা নামে পরিচিত এই শামুকটির খোলস গহনা হিসেবে ব্যবহার হওয়ায় এখন প্রায় বিলুপ্ত।
অন্ধ্র প্রদেশের নদী তীরে পাওয়া কমলা রংঙের শামুকটি নদীর তীরে পাওয়ার কথা জানিয়েছে এএনআই। টুইটারে শামুকটির তিনটি ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থাটি।
সাধারণত ক্রান্তীয় অঞ্চলে পাওয়া যায় সাইরিনক্স অ্যারানাক্স। তবে অন্য এলাকাতেও মেলে এটি। সাধারণত সাইক্লোন কিংবা ঝড়ের পর এটি উপকূলে চলে আসে। ভেজা মৌসুমে সক্রিয় থাকে শামুক। শীতকালে এটি নিষ্ক্রিয় অবস্থায় মাটিতে লুকিয়ে থাকে।
এএনআই-এর টুইটারে শামুকটির ছবি শেয়ার করার পর বেশ কিছু প্রতিক্রিয়া পেয়েছে। এক ব্যবহারকারী শামুকটির অদ্ভূত নামের দিকে ইঙ্গিত করে লিখেছেন এটি অনেকটা হরক্রাক্স’ এর মতো শোনায়। হ্যারি পটারের ছবিতে এই জাদুকরী জিনিস দেখা যায়। আবার অনেকেই শামুকটির সৌন্দর্য্যের প্রশংসা করেছেন।
কুইন্সল্যান্ড মিউজিয়ামের তথ্য অনুযায়ী গহনা হিসেবে জনপ্রিয়তার কারণে বড় আকারের সাইরিনক্স এখন দেখাই পাওয়া যায় না, তবে উপকূলগুলোতে মাঝে মাঝে ছোট আকারেরগুলো পাওয়া যায়।