বিদেশের খবর ডেস্ক : করপোরেট ও প্রযুক্তি খাতের প্রায় ১০ হাজার কর্মীকে চাকরিচ্যুত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি অ্যামাজন। চলতি সপ্তাহ থেকে কোম্পানিটি কর্মী ছাঁটাই শুরু করবে। এটি অ্যামাজনের ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা।
টুইটার ও মেটার পর অ্যামাজনের বড় ধরনের ছাঁটাইয়ের এই পরিকল্পনাকে একটি বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে অ্যামাজনের এ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাতে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে।
পত্রিকাটি বলছে, অ্যামাজন ঠিক কত জন কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে সেই সংখ্যা সুনির্দিষ্ট করে জানা যায়নি। তবে এটি হতে পারে মোট করপোরেট কর্মীর প্রায় ৩ শতাংশ অর্থাৎ প্রায় ১০ হাজার। আর তাদের ছাঁটাই করা হতে পারে কয়েকটি ধাপে।
বিশ্বজুড়ে অ্যামাজনের ১৫ লাখের বেশি কর্মী কাজ করে। বিপুল এই কর্মী মূলত ঘণ্টাভিত্তিক শ্রম দিয়ে থাকে। করোনাভাইরাসের সময় অনলাইনে কেনাকাটায় ভোক্তাদের অভ্যস্ততা বাড়ার মধ্যে অ্যামাজন মুনাফার দিক থেকে রেকর্ড করেছিল। ব্যবসা আরও বাড়িয়ে নিতে গত দুই বছরে জনবলও দ্বিগুণ করেছিল যুক্তরাষ্ট্রের এই কোম্পানি।
কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার বিষয়ে জানতে অ্যামাজনের মুখপাত্র ব্র্যাড গ্লাসেরের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো মন্তব্য আসেনি বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।


























