রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির জুরাছড়িতে দেশের সবচেয়ে বড় সিংহশয্যা ১২৬ ফুট লম্বা বুদ্ধমূর্তি উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দেশি-বিদেশি পুণ্যার্থীদের অংশগ্রহণের মধ্যদিয়ে মূর্তিটি উদ্বোধন করা হয়। উপজেলার সুবলং শাখা বন বিহারে এটি নির্মিত হয়। রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাথের ও সুবলং শাখা বন বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধশ্রী মহাথের নেতৃত্বে শতাধিক ভান্তের উপস্থিতিতে অনুষ্ঠানে হাজারো পুণ্যার্থী বিশ্বের সব মানুষের জন্য ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করেন। ১২৬ ফুট দীর্ঘতম ‘সিংহশয্যা’ বুদ্ধমূর্তিটি প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। কোনো ধরনের সরকারি সহায়তা ছাড়া সম্পূর্ণ বৌদ্ধ পুণ্যার্থীদের নিজস্ব দানের অর্থে থাইল্যান্ড থেকে ভাস্কর এনে এ মূর্তিটি নির্মাণ করা হয়। ইতোমধ্যে মূর্তিটি দেশের সবচেয়ে বড় বুদ্ধমূর্তি হিসেবে পরিচিত পেয়েছে। এদিকে জুরাছড়ির সুবলং শাখা বন বিহারে দেশের সর্ববৃহৎ এ বুদ্ধমূর্তিটি নির্মাণ হওয়ায় রাঙ্গামাটিতে আরও একটি দৃষ্টিনন্দন স্থান হিসেবে ভবিষ্যতে গড়ে উঠবে বলে আশাবাদী এলাকাবাসী।
দেশের সবচেয়ে বড় বুদ্ধমূর্তিতে প্রার্থনা শুরু, পুণ্যার্থীদের ভিড়
জনপ্রিয় সংবাদ
























