ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

অভিনয় থেকে ‘বিরতি’ নিলেন আমির

  • আপডেট সময় : ১২:২৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : সময়টা মোটেই ভালো যাচ্ছে না বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের। ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তার অভিনীত পরপর তিনটি ছবিই বক্স অফিসে ব্যর্থ। সেই ব্যর্থতার জন্যই এবার হয়ত অভিনয়কে ‘বিদায়’ জানালেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত এই অভিনেতা। তবে বিচলিত হওয়ার কোন কারণ নেই আমির ভক্তদের। কারণ তাদের প্রিয় তারকা সারাজীবনের জন্য অভিনয় ছাড়ছেন না! মূলত তিনি একটা বিরতি নিতে চাচ্ছেন। বিরতির কারণ হিসেবে অভিনেতা জানিয়েছেন, এই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চান। এদিকে সম্প্রতি জানা যায়, ‘চ্যাম্পিয়ন’ নামের একটি ছবিতে কাজ করবেন আমির খান। পরিচালক আর এস প্রসন্নর এই ছবি স্প্যানিশ ‘চ্যাম্পিয়ন’ ছবির রিমেক বলে শোনা যাচ্ছিল। স্প্যানিশ সেই ছবিটি একাধিক আর্ন্তজাতিক পুরস্কার জিতেছিল। অস্কারেও মনোনীত হয়েছিল। কিন্তু সেটির হিন্দি রিমেকের কাজ নাকি ছেড়ে দিয়েছেন আমির খান।
এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, তিনি আপাতত কোনো ছবিতেই অভিনয় করবেন না। একটা বিরতি চাই তার। যেটি বছর দেড়কের মত সময়। এই সময়টা তিনি তার পরিবার, সন্তান ও মায়ের সঙ্গে কাটাতে চান। তাই ‘চ্যাম্পিয়ন’ ছবিতে আমিরের অভিনয় করা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল তা সরাসরি নাকচ করেন অভিনেতা। তবে অভিনয় না করলেও এই ছবির প্রযোজনা করবেন সেটাও স্পষ্ট করেন আমির। তিনি আরও বলেন, ‘চ্যাম্পিয়ন ছবিটা আমি প্রযোজনা করব। কারণ, ছবিটার উপর বিশ্বাস আছে। গল্পটাও খুব ভাল।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অভিনয় থেকে ‘বিরতি’ নিলেন আমির

আপডেট সময় : ১২:২৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : সময়টা মোটেই ভালো যাচ্ছে না বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের। ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তার অভিনীত পরপর তিনটি ছবিই বক্স অফিসে ব্যর্থ। সেই ব্যর্থতার জন্যই এবার হয়ত অভিনয়কে ‘বিদায়’ জানালেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত এই অভিনেতা। তবে বিচলিত হওয়ার কোন কারণ নেই আমির ভক্তদের। কারণ তাদের প্রিয় তারকা সারাজীবনের জন্য অভিনয় ছাড়ছেন না! মূলত তিনি একটা বিরতি নিতে চাচ্ছেন। বিরতির কারণ হিসেবে অভিনেতা জানিয়েছেন, এই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চান। এদিকে সম্প্রতি জানা যায়, ‘চ্যাম্পিয়ন’ নামের একটি ছবিতে কাজ করবেন আমির খান। পরিচালক আর এস প্রসন্নর এই ছবি স্প্যানিশ ‘চ্যাম্পিয়ন’ ছবির রিমেক বলে শোনা যাচ্ছিল। স্প্যানিশ সেই ছবিটি একাধিক আর্ন্তজাতিক পুরস্কার জিতেছিল। অস্কারেও মনোনীত হয়েছিল। কিন্তু সেটির হিন্দি রিমেকের কাজ নাকি ছেড়ে দিয়েছেন আমির খান।
এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, তিনি আপাতত কোনো ছবিতেই অভিনয় করবেন না। একটা বিরতি চাই তার। যেটি বছর দেড়কের মত সময়। এই সময়টা তিনি তার পরিবার, সন্তান ও মায়ের সঙ্গে কাটাতে চান। তাই ‘চ্যাম্পিয়ন’ ছবিতে আমিরের অভিনয় করা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল তা সরাসরি নাকচ করেন অভিনেতা। তবে অভিনয় না করলেও এই ছবির প্রযোজনা করবেন সেটাও স্পষ্ট করেন আমির। তিনি আরও বলেন, ‘চ্যাম্পিয়ন ছবিটা আমি প্রযোজনা করব। কারণ, ছবিটার উপর বিশ্বাস আছে। গল্পটাও খুব ভাল।’