ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে, আশা জাপানের

  • আপডেট সময় : ০২:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • ১২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জাপান আশা করে বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। নির্বাচন নিয়ে দেশটির অবস্থান হচ্ছে—অহিংস ও শান্তিপূর্ণ নির্বাচন, যেখানে সব প্রধান দল অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
গতকাল সোমবার সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের পর জাপান দূতাবাস সহিংসতা নিয়ে একটি বিবৃতি দিয়েছিল। এটি ব্যতিক্রমধর্মী ঘটনা। কারণ, জাপান কোনও দেশের নির্বাচনের পর বিবৃতি দেয় না।’
তিন বছর ধরে বাংলাদেশে কর্মরত ইতো নাওকি বলেন, ‘আমি শুনেছি, পুলিশ নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে ফেলেছে। আমি অন্য কোনও দেশে এ ধরনের উদাহরণ শুনিনি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি উচিত নয়।’ অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন কমিশন, সরকার বলছে—তারা সুষ্ঠু নির্বাচন করবে। আমি আশা করি সব বৃহৎ দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে।’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে, আশা জাপানের

আপডেট সময় : ০২:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : জাপান আশা করে বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। নির্বাচন নিয়ে দেশটির অবস্থান হচ্ছে—অহিংস ও শান্তিপূর্ণ নির্বাচন, যেখানে সব প্রধান দল অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
গতকাল সোমবার সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের পর জাপান দূতাবাস সহিংসতা নিয়ে একটি বিবৃতি দিয়েছিল। এটি ব্যতিক্রমধর্মী ঘটনা। কারণ, জাপান কোনও দেশের নির্বাচনের পর বিবৃতি দেয় না।’
তিন বছর ধরে বাংলাদেশে কর্মরত ইতো নাওকি বলেন, ‘আমি শুনেছি, পুলিশ নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে ফেলেছে। আমি অন্য কোনও দেশে এ ধরনের উদাহরণ শুনিনি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি উচিত নয়।’ অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন কমিশন, সরকার বলছে—তারা সুষ্ঠু নির্বাচন করবে। আমি আশা করি সব বৃহৎ দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে।’