নিজস্ব প্রতিবেদক : দেশে ডেঙ্গু জ্বরে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় এ জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬০ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৭৬০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪২৫ জন এবং ঢাকার বাইরের ৩৩৫ জন। আগের দিন রোববার হাসপাতালে ভর্তি হয়েছিল ৮৫৯। এ নিয়ে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজার ৯৮৯ জন। তাদের মধ্যে এক হাজার ৭৬৭ জন ঢাকায় ও এক হাজার ২২২ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এ নিয়ে নভেম্বর মাসে আজ পর্যন্ত হাসপাতালের ভর্তি হলেন ১১ হাজার ২৭৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৪৯ হাজার ৩০০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৬ হাজার ১০৬ জন। এ সময়ে ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ হাজার ১৬৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ হাজার ২৭৬ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৭ হাজার ১৩৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৮৩০ জন। গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২০৫ জনের মৃত্যু হয়েছে। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।
জনপ্রিয় সংবাদ