ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

লিভারপুলের কেনার দৌড়ে আম্বানি

  • আপডেট সময় : ০২:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি বিশ্বখ্যাত ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুল এফসির কেনার প্রতিযোগিতায় নেমেছেন বলে যুক্তরাজ্যের গণমাধ্যমে খবর এসেছে। ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) ইংলিশ প্রিমিয়ার লিগের প্রভাবশালী ফুটবল ক্লাবটিকে ৪০০ কোটি ব্রিটিশ পাউন্ডে বিক্রি করতে চায় বলে দ্য মিররের প্রতিবেদনে বলা হয়।
২০১০ সালের অক্টোবরে মার্সেসাইড ক্লাব কিনে নেওয়া এফএসজি এই ক্লাব বিক্রিতে সহায়তার জন্য গোল্ডম্যান স্যাচ ও মরগান স্ট্যানলিকে নিয়োগ করেছে। ফোর্বসের তালিকায় বিশ্বের অষ্টম ধনী ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ওই ক্লাব সম্পর্কে খোঁজখবর নিয়েছেন বলে খবরে বলা হয়েছে।

তবে বহুজাতিক শিল্পগোষ্ঠীর মুম্বাইয়ের সদর দপ্তরের কয়েকজনের সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
এফএসজি এক বিবৃতিতে বলেছে, ‘সম্প্রতি এই ক্লাবের মালিকানায় বেশ কিছু পরিবর্তন হয়েছে। ইংলিশ প্রিমিয়ার ক্লাবগুলোতেও মালিকানা পরিবর্তনের গুজব রয়েছে। অনিবার্যভাবেই ফেনওয়ে স্পোর্টস গ্রুপের মালিকানা নিয়ে আমাদের প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয়।
‘লিভারপুলের শেয়ার কিনতে আগ্রহী তৃতীয় পক্ষের কাছ থেকে মাঝে মধ্যেই আগ্রহ প্রকাশ করা হয়। আমরা বরাবর বলছি, সঠিক নিয়ম ও শর্ত মেনে ক্লাব হিসাবে লিভারপুলের সর্বোত্তম স্বার্থে শেয়ার বিক্রি হবে।
ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক আম্বানির কোম্পানি। এটি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) বাণিজ্যিক অংশীদার হওয়ার পাশাপাশি ভারতীয় সুপার লিগ ফুটবল ইভেন্টও পরিচালনা করে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মেট্রোরেলের ভাড়া কার্ডে প্রথম দিনই অনলাইন রিচার্জে বাধা

লিভারপুলের কেনার দৌড়ে আম্বানি

আপডেট সময় : ০২:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২

বিদেশের খবর ডেস্ক : ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি বিশ্বখ্যাত ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুল এফসির কেনার প্রতিযোগিতায় নেমেছেন বলে যুক্তরাজ্যের গণমাধ্যমে খবর এসেছে। ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) ইংলিশ প্রিমিয়ার লিগের প্রভাবশালী ফুটবল ক্লাবটিকে ৪০০ কোটি ব্রিটিশ পাউন্ডে বিক্রি করতে চায় বলে দ্য মিররের প্রতিবেদনে বলা হয়।
২০১০ সালের অক্টোবরে মার্সেসাইড ক্লাব কিনে নেওয়া এফএসজি এই ক্লাব বিক্রিতে সহায়তার জন্য গোল্ডম্যান স্যাচ ও মরগান স্ট্যানলিকে নিয়োগ করেছে। ফোর্বসের তালিকায় বিশ্বের অষ্টম ধনী ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ওই ক্লাব সম্পর্কে খোঁজখবর নিয়েছেন বলে খবরে বলা হয়েছে।

তবে বহুজাতিক শিল্পগোষ্ঠীর মুম্বাইয়ের সদর দপ্তরের কয়েকজনের সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
এফএসজি এক বিবৃতিতে বলেছে, ‘সম্প্রতি এই ক্লাবের মালিকানায় বেশ কিছু পরিবর্তন হয়েছে। ইংলিশ প্রিমিয়ার ক্লাবগুলোতেও মালিকানা পরিবর্তনের গুজব রয়েছে। অনিবার্যভাবেই ফেনওয়ে স্পোর্টস গ্রুপের মালিকানা নিয়ে আমাদের প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয়।
‘লিভারপুলের শেয়ার কিনতে আগ্রহী তৃতীয় পক্ষের কাছ থেকে মাঝে মধ্যেই আগ্রহ প্রকাশ করা হয়। আমরা বরাবর বলছি, সঠিক নিয়ম ও শর্ত মেনে ক্লাব হিসাবে লিভারপুলের সর্বোত্তম স্বার্থে শেয়ার বিক্রি হবে।
ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক আম্বানির কোম্পানি। এটি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) বাণিজ্যিক অংশীদার হওয়ার পাশাপাশি ভারতীয় সুপার লিগ ফুটবল ইভেন্টও পরিচালনা করে।