ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

নিলামে স্টিভ জবসের স্যান্ডেল

  • আপডেট সময় : ১২:১৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : এক জোড়া ব্যবহৃত স্যান্ডেল নিলামে উঠেছে। ধারণা করা হচ্ছে, এই স্যান্ডেলের দাম হবে ৬০ থেকে ৮০ হাজার মার্কিন ডলার। দাম দেখেই আন্দাজ করা সম্ভব, এই স্যান্ডেল কোনো সাধারণ মানুষের নয়। আসলেই তাই। এই স্যান্ডেল জোড়া প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের। খবর এনডিটিভির।
যে স্যান্ডেল জোড়া বিক্রির জন্য নিলামে উঠেছে, সেটি বার্কেনস্টক অ্যারিজোনা ব্র্যান্ডের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জুলিয়ানস অকশনস নামের একটি প্রতিষ্ঠান এই স্যান্ডেলের নিলামের আয়োজন করেছে। শুধু যে স্যান্ডেলের নিলাম হচ্ছে এমনটা নয়, এই স্যান্ডেলের আলোকচিত্রও নিলামে উঠছে। তবে সেটা শক্ত কোনো কাগজে প্রিন্ট করা ছবি নয়। হাল আমলে জনপ্রিয় হয়ে ওঠা এনএফটি (নন-ফাঞ্জিবল টোকেন) বিক্রি হচ্ছে। অর্থাৎ এই ছবির ডিজিটাল–স্বত্ব বিক্রি হচ্ছে। যে ছবির এনএফটি বিক্রি হচ্ছে, তাঁর আলোকচিত্রী জ্যঁ পিগোজি। তাঁর লেখা ‘দ্য ২১৩ মোস্ট ইম্পর্ট্যান্ট মেন ইন মাই লাইফ’ নামে একটি বইও নিলামে উঠছে। এই বইয়ে যাঁদের গল্প উঠে এসেছে, তাঁর মধ্যে অন্যতম স্টিভ জবস।
গত শুক্রবার থেকে এই নিলাম শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, আজ রোববার এই নিলাম শেষ হবে। স্টিভ জবসের যে স্যান্ডেল জোড়া নিলামে উঠেছে, তা বেশ পুরোনো। জুলিয়ানস অকশনসের দেওয়া তথ্য অনুসারে, ১৯৭০ থেকে ’৮০-এর দশকে এই স্যান্ডেল জোড়া ব্যবহার করেছেন তিনি। এই স্যান্ডেল ছিল স্টিভ জবসের বাড়ির ব্যবস্থাপক মার্ক শেফের কাছে। নিজের কর্মজীবনের উত্থানের সময় এই স্যান্ডেল জোড়া ব্যবহার করেছেন স্টিভ জবস। অন্যান্য প্রতিষ্ঠানের কাছেও এর গুরুত্ব রয়েছে। এ কারণে বিভিন্ন সময় প্রদর্শনীতে স্থান পেয়েছে এই স্যান্ডেল জোড়া। ২০১৭ সালে ইতালির মিলানের অন্যতম প্রদর্শনী ‘স্যালোন ডেল মোবাইল’-এই স্যান্ডেল জোড়া প্রদর্শিত হয়। ওই বছরই জার্মানিতে বার্কেনস্টকের সদর দপ্তরেও এই স্যান্ডেল জোড়া প্রদর্শিত হয়। এরপর আরও কয়েকটি প্রদর্শনী ঘুরে সম্প্রতি জার্মানির স্টুটগার্টের হিস্ট্রি মিউজিয়াম উর্টেমবার্গে এই স্যান্ডেল জোড়া প্রদর্শিত হয়। স্টিভ জবসের এই স্যান্ডেল জোড়া নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। ১৫ হাজার মার্কিন ডলার থেকে এই দাম শুরু হয়েছে। এরই মধ্যে দুজন দাম হাঁকিয়েছেন ২২ হাজার ৫০০ ডলার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিলামে স্টিভ জবসের স্যান্ডেল

আপডেট সময় : ১২:১৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২

প্রত্যাশা ডেস্ক : এক জোড়া ব্যবহৃত স্যান্ডেল নিলামে উঠেছে। ধারণা করা হচ্ছে, এই স্যান্ডেলের দাম হবে ৬০ থেকে ৮০ হাজার মার্কিন ডলার। দাম দেখেই আন্দাজ করা সম্ভব, এই স্যান্ডেল কোনো সাধারণ মানুষের নয়। আসলেই তাই। এই স্যান্ডেল জোড়া প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের। খবর এনডিটিভির।
যে স্যান্ডেল জোড়া বিক্রির জন্য নিলামে উঠেছে, সেটি বার্কেনস্টক অ্যারিজোনা ব্র্যান্ডের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জুলিয়ানস অকশনস নামের একটি প্রতিষ্ঠান এই স্যান্ডেলের নিলামের আয়োজন করেছে। শুধু যে স্যান্ডেলের নিলাম হচ্ছে এমনটা নয়, এই স্যান্ডেলের আলোকচিত্রও নিলামে উঠছে। তবে সেটা শক্ত কোনো কাগজে প্রিন্ট করা ছবি নয়। হাল আমলে জনপ্রিয় হয়ে ওঠা এনএফটি (নন-ফাঞ্জিবল টোকেন) বিক্রি হচ্ছে। অর্থাৎ এই ছবির ডিজিটাল–স্বত্ব বিক্রি হচ্ছে। যে ছবির এনএফটি বিক্রি হচ্ছে, তাঁর আলোকচিত্রী জ্যঁ পিগোজি। তাঁর লেখা ‘দ্য ২১৩ মোস্ট ইম্পর্ট্যান্ট মেন ইন মাই লাইফ’ নামে একটি বইও নিলামে উঠছে। এই বইয়ে যাঁদের গল্প উঠে এসেছে, তাঁর মধ্যে অন্যতম স্টিভ জবস।
গত শুক্রবার থেকে এই নিলাম শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, আজ রোববার এই নিলাম শেষ হবে। স্টিভ জবসের যে স্যান্ডেল জোড়া নিলামে উঠেছে, তা বেশ পুরোনো। জুলিয়ানস অকশনসের দেওয়া তথ্য অনুসারে, ১৯৭০ থেকে ’৮০-এর দশকে এই স্যান্ডেল জোড়া ব্যবহার করেছেন তিনি। এই স্যান্ডেল ছিল স্টিভ জবসের বাড়ির ব্যবস্থাপক মার্ক শেফের কাছে। নিজের কর্মজীবনের উত্থানের সময় এই স্যান্ডেল জোড়া ব্যবহার করেছেন স্টিভ জবস। অন্যান্য প্রতিষ্ঠানের কাছেও এর গুরুত্ব রয়েছে। এ কারণে বিভিন্ন সময় প্রদর্শনীতে স্থান পেয়েছে এই স্যান্ডেল জোড়া। ২০১৭ সালে ইতালির মিলানের অন্যতম প্রদর্শনী ‘স্যালোন ডেল মোবাইল’-এই স্যান্ডেল জোড়া প্রদর্শিত হয়। ওই বছরই জার্মানিতে বার্কেনস্টকের সদর দপ্তরেও এই স্যান্ডেল জোড়া প্রদর্শিত হয়। এরপর আরও কয়েকটি প্রদর্শনী ঘুরে সম্প্রতি জার্মানির স্টুটগার্টের হিস্ট্রি মিউজিয়াম উর্টেমবার্গে এই স্যান্ডেল জোড়া প্রদর্শিত হয়। স্টিভ জবসের এই স্যান্ডেল জোড়া নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। ১৫ হাজার মার্কিন ডলার থেকে এই দাম শুরু হয়েছে। এরই মধ্যে দুজন দাম হাঁকিয়েছেন ২২ হাজার ৫০০ ডলার।