ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬

  • আপডেট সময় : ০৩:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • ২৮৬ বার পড়া হয়েছে

আফগান সেনাদের কাছে মার্কিন বাহিনীর সামরিক ঘাঁটি হস্তান্তর
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার শুরু করেছে আফগানিস্তান থেকে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, গত রোববার (২ মে) দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দের প্রদেশে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি লেদারনেক আফগান সেনাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে একটি ছবিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যায়, হস্তান্তর কার্যক্রমের সময় উভয়পক্ষের কমান্ডাররা একে অপরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছে। সামরিক ঘাঁটির সকল সুযোগ-সুবিধা এখন থেকে নিয়ন্ত্রণ করবে আফগান সেনাবাহিনী।
মার্কিন সৈন্যদের পাশাপাশি ঠিকাদার ও সরকারি কর্মীরাও আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে ফিরছেন। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে এই প্রত্যাহার প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে পেন্টাগন। আফগানিস্তানে বর্তমানে ২ হাজার ৫০০ স্বীকৃত সৈন্য অবস্থান করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশমতো সব সৈন্যই দেশে ফিরবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আপডেট সময় : ০৩:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১

আফগান সেনাদের কাছে মার্কিন বাহিনীর সামরিক ঘাঁটি হস্তান্তর
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার শুরু করেছে আফগানিস্তান থেকে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, গত রোববার (২ মে) দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দের প্রদেশে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি লেদারনেক আফগান সেনাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে একটি ছবিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যায়, হস্তান্তর কার্যক্রমের সময় উভয়পক্ষের কমান্ডাররা একে অপরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছে। সামরিক ঘাঁটির সকল সুযোগ-সুবিধা এখন থেকে নিয়ন্ত্রণ করবে আফগান সেনাবাহিনী।
মার্কিন সৈন্যদের পাশাপাশি ঠিকাদার ও সরকারি কর্মীরাও আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে ফিরছেন। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে এই প্রত্যাহার প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে পেন্টাগন। আফগানিস্তানে বর্তমানে ২ হাজার ৫০০ স্বীকৃত সৈন্য অবস্থান করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশমতো সব সৈন্যই দেশে ফিরবে বলে জানানো হয়েছে।