ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

  • আপডেট সময় : ০৭:৩৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ব্যাডমিন্টন কোর্টে দীর্ঘদিন পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিলেন এলিনা সুলতানা ও শাপলা আক্তার; যা ২০১০ সালে শুরু। দীর্ঘ এই সময়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ ও র‌্যাংকিং টুর্নামেন্টে একক ইভেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছেন তারা একে অন্যের। খেলা ছেড়েছেনও দুজন প্রায় একই সময়ে।

কোর্টে দীর্ঘদিনের শত্রুতা ভুলে জাতীয় দলের জন্য কাজ করার সম্ভাবনা তৈরি হয়েছে তাদের। এ বিষয়ে ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির বলেন, ‘সামনে সাউথ এশিয়ান গেমস। আমরা চেষ্টা করছি সাবেক তারকা এ দুই শাটলারকে মেয়েদের দায়িত্ব দেওয়ার।’

২০০২ সালে ব্যাডমিন্টনে যাত্রা শুরু এলিনা সুলতানার। পরের বছর শাপলার। তবে তাদের দ্বৈরথ শুরু অনেক পরে, ২০১০ সালে। জাতীয় চ্যাম্পিয়নশিপে মেয়েদের এককে পরস্পরের মুখোমুখি হয়েছেন তারা ছয়বার। চারবার জয় পেয়েছেন শাপলা, দুবার এলিনা।

দুজন একসঙ্গে দ্বৈতের অনেক শিরোপা জিতেছেন। দুজনের স্বামীও সাবেক শাটলার। এলিনাকে বিয়ে করেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এনায়েত উল্লাহ খান। শাপলা সাবেক তারকা শাটলার অহিদুজ্জামান রাজুর ঘরণী।

এলিনা খেলা ছেড়েছেন ২০০২ সালে। বর্তমানে তিনি মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের ফিজিক্যাল বিভাগের প্রধান। ছাত্রছাত্রীদের শাটলার হতে তৈরি করছেন। দেশের একমাত্র ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের (বিডব্লুএফ) লেভেল-২ কোর্স করা নারী কোচ তিনি।

শাপলা শেষবার খেলেছেন গত বছর। তিনি লেভেল-১ কোর্স করলেও কোচিংয়ে নেই। তাদের কথায় এক জায়গায় মিল, দেশের প্রয়োজনে ফেডারেশন চাইলে দুজন একসঙ্গে কাজ করতে আগ্রহী।

এলিনার কথায়- ‘এসএ গেমসে আমাকে কোচ হিসাবে চাইলে আমি রাজি। তবে আমাকে আমন্ত্রণ জানাতে হবে।’

শাপলা বলেন, ‘আমাকে যোগ্য মনে করলে আমিও কাজ করতে চাই।’

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আপডেট সময় : ০৭:৩৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

ক্রীড়া ডেস্ক: ব্যাডমিন্টন কোর্টে দীর্ঘদিন পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিলেন এলিনা সুলতানা ও শাপলা আক্তার; যা ২০১০ সালে শুরু। দীর্ঘ এই সময়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ ও র‌্যাংকিং টুর্নামেন্টে একক ইভেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছেন তারা একে অন্যের। খেলা ছেড়েছেনও দুজন প্রায় একই সময়ে।

কোর্টে দীর্ঘদিনের শত্রুতা ভুলে জাতীয় দলের জন্য কাজ করার সম্ভাবনা তৈরি হয়েছে তাদের। এ বিষয়ে ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির বলেন, ‘সামনে সাউথ এশিয়ান গেমস। আমরা চেষ্টা করছি সাবেক তারকা এ দুই শাটলারকে মেয়েদের দায়িত্ব দেওয়ার।’

২০০২ সালে ব্যাডমিন্টনে যাত্রা শুরু এলিনা সুলতানার। পরের বছর শাপলার। তবে তাদের দ্বৈরথ শুরু অনেক পরে, ২০১০ সালে। জাতীয় চ্যাম্পিয়নশিপে মেয়েদের এককে পরস্পরের মুখোমুখি হয়েছেন তারা ছয়বার। চারবার জয় পেয়েছেন শাপলা, দুবার এলিনা।

দুজন একসঙ্গে দ্বৈতের অনেক শিরোপা জিতেছেন। দুজনের স্বামীও সাবেক শাটলার। এলিনাকে বিয়ে করেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এনায়েত উল্লাহ খান। শাপলা সাবেক তারকা শাটলার অহিদুজ্জামান রাজুর ঘরণী।

এলিনা খেলা ছেড়েছেন ২০০২ সালে। বর্তমানে তিনি মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের ফিজিক্যাল বিভাগের প্রধান। ছাত্রছাত্রীদের শাটলার হতে তৈরি করছেন। দেশের একমাত্র ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের (বিডব্লুএফ) লেভেল-২ কোর্স করা নারী কোচ তিনি।

শাপলা শেষবার খেলেছেন গত বছর। তিনি লেভেল-১ কোর্স করলেও কোচিংয়ে নেই। তাদের কথায় এক জায়গায় মিল, দেশের প্রয়োজনে ফেডারেশন চাইলে দুজন একসঙ্গে কাজ করতে আগ্রহী।

এলিনার কথায়- ‘এসএ গেমসে আমাকে কোচ হিসাবে চাইলে আমি রাজি। তবে আমাকে আমন্ত্রণ জানাতে হবে।’

শাপলা বলেন, ‘আমাকে যোগ্য মনে করলে আমিও কাজ করতে চাই।’

আজকের প্রত্যাশা/কেএমএএ