ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

  • আপডেট সময় : ০৬:৫০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে চীনের নীতিগত এবং সক্রিয় অবস্থানের প্রশংসা করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি প্রশংসা করে বলেছেন, বেইজিংয়ের সঙ্গে তেহরান দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে প্রস্তুত। চীনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার ২৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বুধবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

আরাঘচি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইরানের ওপর সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে চীনের স্পষ্ট ও গঠনমূলক অবস্থান প্রশংসনীয়। তিনি আগ্রাসনের পরবর্তীকালের পরিস্থিতি ও যুদ্ধবিরতির আপডেট তুলে ধরে বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ এবং অন্যান্য রাষ্ট্রগুলোর দায়িত্ব রয়েছে।

আরাঘচি চীনকে জানান, ইরান আন্তর্জাতিক আইন ও পারস্পরিক সম্মান ভিত্তিক কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন সবসময় বল প্রয়োগ বা বলের হুমকির বিরোধিতা করে এবং রাজনৈতিক সংলাপ ও আলোচনার মাধ্যমে মতবিরোধ মেটানোর পক্ষে। তিনি বলেন, ইরান তার সার্বভৌমত্ব, মর্যাদা ও বৈধ অধিকার রক্ষায় যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে চীন তার পূর্ণ সমর্থন জানায়।

ওয়াং ই ইরানের পরমাণু অস্ত্র না তৈরির প্রতিশ্রুতিকে সাধুবাদ জানিয়ে বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারে ইরানের অধিকারকে চীন শ্রদ্ধা করে। চীন এই সংকট সমাধানে গঠনমূলক ভূমিকা রাখবে বলেও জানান তিনি। সূত্র: প্রেসটিভি।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আপডেট সময় : ০৬:৫০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

বিদেশের খবর ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে চীনের নীতিগত এবং সক্রিয় অবস্থানের প্রশংসা করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি প্রশংসা করে বলেছেন, বেইজিংয়ের সঙ্গে তেহরান দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে প্রস্তুত। চীনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার ২৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বুধবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

আরাঘচি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইরানের ওপর সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে চীনের স্পষ্ট ও গঠনমূলক অবস্থান প্রশংসনীয়। তিনি আগ্রাসনের পরবর্তীকালের পরিস্থিতি ও যুদ্ধবিরতির আপডেট তুলে ধরে বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ এবং অন্যান্য রাষ্ট্রগুলোর দায়িত্ব রয়েছে।

আরাঘচি চীনকে জানান, ইরান আন্তর্জাতিক আইন ও পারস্পরিক সম্মান ভিত্তিক কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন সবসময় বল প্রয়োগ বা বলের হুমকির বিরোধিতা করে এবং রাজনৈতিক সংলাপ ও আলোচনার মাধ্যমে মতবিরোধ মেটানোর পক্ষে। তিনি বলেন, ইরান তার সার্বভৌমত্ব, মর্যাদা ও বৈধ অধিকার রক্ষায় যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে চীন তার পূর্ণ সমর্থন জানায়।

ওয়াং ই ইরানের পরমাণু অস্ত্র না তৈরির প্রতিশ্রুতিকে সাধুবাদ জানিয়ে বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারে ইরানের অধিকারকে চীন শ্রদ্ধা করে। চীন এই সংকট সমাধানে গঠনমূলক ভূমিকা রাখবে বলেও জানান তিনি। সূত্র: প্রেসটিভি।

আজকের প্রত্যাশা/কেএমএএ