ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
এ সপ্তাহের সিনেমা

  • আপডেট সময় : ০৬:৫০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

‘মেকাপ’ -এর পোস্টারে তিন শিল্পী

নিষিদ্ধ সেই ‘মেকাপ’ মুক্তি, চলছে ২৩ প্রেক্ষাগৃহে
বিনোদন প্রতিবেদক: অশ্লীলতা ও সিনেমার মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয় ‘মেকআপ’। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর মুক্তির অনুমতি চেয়ে ফের আবেদন করেন নির্মাতা অনন্য মামুন।

এবার আর নিষিদ্ধ নয়। সিনেমা থেকে কিছু অংশ বাদ দিয়ে গত ১৭ ডিসেম্বর ‘ইউ গ্রেড’ (সব বয়সের দর্শকের জন্য উন্মুক্ত) সার্টিফিকেটসহ মুক্তির অনুমতি দেয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড! পরিচালক মামুন জানান, মাত্র ১ মিনিটের মতো কেটে নেওয়া হয়েছে।

সেই সিনেমাটি শুক্রবার (১০ জানুয়ারি) দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

যে সিনেমায় উঠে আসবে, লাইট ক্যামেরায় বন্দী শিল্পীদের জীবন। মেকআপের কারণে অনেকে ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। চলচ্চিত্রের অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন। দিনশেষে ‘মেকাপ’ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়। সিনেমাটির গল্প প্রসঙ্গে এমনটাই জানান নির্মাতা।
বলা দরকার, সিনেমাটি নিষিদ্ধ হওয়ার পর তিন বছর আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল, এবার সেটি সিনেমা হলে চলবে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলি, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জী, বিশ্বনাথ প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এ সপ্তাহের সিনেমা

আপডেট সময় : ০৬:৫০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

নিষিদ্ধ সেই ‘মেকাপ’ মুক্তি, চলছে ২৩ প্রেক্ষাগৃহে
বিনোদন প্রতিবেদক: অশ্লীলতা ও সিনেমার মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয় ‘মেকআপ’। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর মুক্তির অনুমতি চেয়ে ফের আবেদন করেন নির্মাতা অনন্য মামুন।

এবার আর নিষিদ্ধ নয়। সিনেমা থেকে কিছু অংশ বাদ দিয়ে গত ১৭ ডিসেম্বর ‘ইউ গ্রেড’ (সব বয়সের দর্শকের জন্য উন্মুক্ত) সার্টিফিকেটসহ মুক্তির অনুমতি দেয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড! পরিচালক মামুন জানান, মাত্র ১ মিনিটের মতো কেটে নেওয়া হয়েছে।

সেই সিনেমাটি শুক্রবার (১০ জানুয়ারি) দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

যে সিনেমায় উঠে আসবে, লাইট ক্যামেরায় বন্দী শিল্পীদের জীবন। মেকআপের কারণে অনেকে ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। চলচ্চিত্রের অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন। দিনশেষে ‘মেকাপ’ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়। সিনেমাটির গল্প প্রসঙ্গে এমনটাই জানান নির্মাতা।
বলা দরকার, সিনেমাটি নিষিদ্ধ হওয়ার পর তিন বছর আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল, এবার সেটি সিনেমা হলে চলবে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলি, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জী, বিশ্বনাথ প্রমুখ।