ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। শনিবার রাতে সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে সালাহ-মানেরা। অ্যানফিল্ডে ম্যাচের ৩১তম মিনিটে মোহাম্মদ সালাহের পাসে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন সাদিও মানে। লিড নিয়েই বিরতিতে যায় লিভারপুল। বিরতির পরও আধিপত্য ধরে রাখে তারা। ম্যাচের শেষদিকে গোল করে ব্যবধান দিগুণ করেন থিয়াগো আলকান্তারা। এই জয়ের পর ৩৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ নম্বরে রয়েছে লিভারপুল। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে সাউদাম্পটন। ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে ম্যানচেস্টার সিটি। দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের ৩৩ ম্যাচে পয়েন্ট ৬৭। ৩৫ ম্যাচে চেলসির এখন ৬৪।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ