ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

৯/১১ হামলার তদন্ত নথি প্রকাশ করলো এফবিআই

  • আপডেট সময় : ১২:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • ৯৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ৯/১১-এর সন্ত্রাসী হামলার বিষয়ে করা একটি তদন্তের নথি প্রকাশ করেছে।
গতকাল রোববার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে প্রথমবারের মতো ওই নথি প্রকাশের খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান নিয়ে হামলা চালানো হয়। সেই হামলা এবং বিমান ছিনতাইকারীদের সৌদি আরবের সহযোগিতার অভিযোগের বিষয়ে তদন্ত হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাহী আদেশের পর শনিবার হামলার দুই দশক পূর্তির দিনে নথিটি প্রকাশ করে এফবিআই। অবশ্য এটা ছাড়াও ৯/১১-এর সন্ত্রাসী হামলার তদন্তের সঙ্গে সম্পর্কিত আরও নথি থাকতে পারে বলে আশা করা হচ্ছে। দেশটির সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এফবিআই প্রথমবারের মতো যে নথিটি প্রকাশ করেছে তা ২০১৬ সালের এবং প্রায় ১৬ পাতার।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর ছিল মঙ্গলবার। সেদিন চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় আল কায়েদা। ওই হামলা ছিল শতাব্দীর অন্যতম ভয়াবহ একটি হামলা। শুধু আমেরিকানদের জন্যই নয়, গোটা বিশ্বই নড়ে বসেছিল ঘটনার ভয়াবহতায়। হামলায় তিন হাজার লোক মারা যান। আহত হন কয়েক হাজার মানুষ। অভিযোগ রয়েছে, কমপক্ষে দুই বিমান ছিনতাইকারীকে একজন সৌদি কনস্যুলার কর্মকর্তা ও সৌদি গোয়েন্দা এজেন্ট সহযোগিতা করেছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

৯/১১ হামলার তদন্ত নথি প্রকাশ করলো এফবিআই

আপডেট সময় : ১২:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ৯/১১-এর সন্ত্রাসী হামলার বিষয়ে করা একটি তদন্তের নথি প্রকাশ করেছে।
গতকাল রোববার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে প্রথমবারের মতো ওই নথি প্রকাশের খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান নিয়ে হামলা চালানো হয়। সেই হামলা এবং বিমান ছিনতাইকারীদের সৌদি আরবের সহযোগিতার অভিযোগের বিষয়ে তদন্ত হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাহী আদেশের পর শনিবার হামলার দুই দশক পূর্তির দিনে নথিটি প্রকাশ করে এফবিআই। অবশ্য এটা ছাড়াও ৯/১১-এর সন্ত্রাসী হামলার তদন্তের সঙ্গে সম্পর্কিত আরও নথি থাকতে পারে বলে আশা করা হচ্ছে। দেশটির সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এফবিআই প্রথমবারের মতো যে নথিটি প্রকাশ করেছে তা ২০১৬ সালের এবং প্রায় ১৬ পাতার।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর ছিল মঙ্গলবার। সেদিন চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় আল কায়েদা। ওই হামলা ছিল শতাব্দীর অন্যতম ভয়াবহ একটি হামলা। শুধু আমেরিকানদের জন্যই নয়, গোটা বিশ্বই নড়ে বসেছিল ঘটনার ভয়াবহতায়। হামলায় তিন হাজার লোক মারা যান। আহত হন কয়েক হাজার মানুষ। অভিযোগ রয়েছে, কমপক্ষে দুই বিমান ছিনতাইকারীকে একজন সৌদি কনস্যুলার কর্মকর্তা ও সৌদি গোয়েন্দা এজেন্ট সহযোগিতা করেছিলেন।