নিজস্ব প্রতিবেদক : ২০২৪-২৫ অর্থ-বছরের প্রথম ৯ মাসে দেশের রপ্তানি খাত থেকে মোট ৩৭ দশমিক ১৯ বিলিয়ন ডলারের রপ্তানি আয় এসেছে, যা আগের অর্থ-বছরের একই সময়ে ছিল ৩৩ দশমিক ৬১ বিলিয়ন ডলার। সে হিসেবে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ১০ দশমিক ৬৩ শতাংশ। এদিকে মার্চ মাসে দেশের রপ্তানি আয় ১১ দশমিক ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে এই আয় ছিল ৩ দশমিক ৮১ বিলিয়ন ডলার। সেই তুলনায় চলতি বছরের মার্চ মাসে এই আয় ৪ দশমিক ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মতে, বাংলাদেশের রপ্তানি খাতের মূল ভিত্তি তৈরি পোশাক (আরএমজি) খাত তার শীর্ষস্থান ধরে রেখেছে। জুলাই-মার্চ ২০২৪-২৫ অর্থ-বছরে তৈরি পোশাক রপ্তানি ৩০ দশমিক ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধিকে প্রতিফলিত করে। শুধুমাত্র মার্চ মাসেই তৈরি পোশাক রপ্তানি ১২ দশমিক ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ৩ দশমিক শূণ্য ৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এছাড়া, অন্যান্য প্রধান খাত যেমন- চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি পণ্য, হোম টেক্সটাইল,হিমায়িত এবং জীবন্ত মাছ এবং প্লাস্টিক পণ্যও এই সময়ের মধ্যে ইতিবাচক প্রবৃদ্ধি দেখিয়েছে।
মার্চ মাসে রপ্তানিতে ১১ দশমিক ৪৪ শতাংশ প্রবৃদ্ধি
এদিকে মার্চ মাসে দেশের রপ্তানি আয় ১১ দশমিক ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে এই আয় ছিল ৩ দশমিক ৮১ বিলিয়ন ডলার। সেই তুলনায় চলতি বছরের মার্চ মাসে এই আয় ৪ দশমিক ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মতে, ২০২৪-২৫ অর্থ-বছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) বাংলাদেশের রপ্তানি খাত প্রশংসনীয় পারফরম্যান্স প্রদর্শন করেছে। প্রথম ৯ মাসে দেশের রপ্তানি খাত থেকে মোট ৩৭ দশমিক ১৯ বিলিয়ন ডলারের রপ্তানি আয় এসেছে, যা আগের অর্থ-বছরের একই সময়ের ৩৩ দশমিক ৬১ বিলিয়ন ডলারের তুলনায় ১০ দশমিক ৬৩ শতাংশ প্রবৃদ্ধিকে প্রতিফলিত করে। বাংলাদেশের রপ্তানি খাতের মূল ভিত্তি তৈরি পোশাক (আরএমজি) খাত তার শীর্ষস্থান ধরে রেখেছে। জুলাই-মার্চ ২০২৪-২৫ অর্থ-বছরে তৈরি পোশাক রপ্তানি ৩০ দশমিক ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধিকে প্রতিফলিত করে। শুধুমাত্র মার্চ মাসেই তৈরি পোশাক রপ্তানি ১২ দশমিক ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ৩ দশমিক শূণ্য ৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।


























