নিজস্ব প্রতিবেদক : মোবাইল ফোন অপারেটর বাংলালিংক চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে তিন হাজার ৫৬৪ কোটি টাকা আয় করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৪ দশমিক ১০ শতাংশ। শনিবার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রাহক বিচারে দেশের তৃতীয় বৃহত্তম অপারেটরটির প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস এ তথ্য জানান। তবে বাংলালিংক এ আয় থেকে কত মুনাফা করেছে সেটা জানানো হয়নি। ২০২০ সালে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে আয়ের পরিমাণ ছিল ৩ হাজার ৪২৪ কোটি। অপরদিকে জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে অপারেটরটি আয় করেছে ১ হাজার ২৩৬ কোটি টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৭ দশমিক ২ শতাংশ বেশি। ২০২০ সালের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় ছিল ১ হাজার ১৫৩ কোটি টাকা। ২০২১ সালের নয় মাসে শীর্ষস্থানীয় অপর দুই অপারেটর গ্রামীণফোন ১০ হাজার ৬৭৮ কোটি টাকা এবং রবি আয় করেছে ৬ হাজার ৯৭ কোটি টাকা।