ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

৯ ব্রোকারেজ হাউজের ১৫ ট্রেডারের লেনদেনে বাধা কাটল

  • আপডেট সময় : ০২:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : শূন্য টাকায় শেয়ার বিক্রির আদেশ দেওয়ায় ৯ ব্রোকার হাউজের ১৫ ট্রোডারের লেনদেন কার্যক্রম স্থগিত করে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আস্থা ও তারল্য সংকট তৈরির মাধ্যমে পুঁজিবাজার অস্থিতিশীল করতে ওই ১৫ ট্রেডার শূন্য টাকায় শেয়ার বিক্রির আদেশ দিয়েছিলেন জানিয়ে চলতি মাসের ১৮ তারিখে তাদের লেনদেনে নিষেধাজ্ঞা দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থাটি। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়েছে বিএসইসি।
বিষয়টি নিশ্চিত করে বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘যেসব ট্রেডারের বিরুদ্ধে লেনদেন কার্যক্রমে স্থগিতাদেশ ছিলো তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে কমিশন। তারা পুনরায় লেনদেন করতে পারবে।’ স্থগিতাদেশ তুলে নেয়া ব্রোকারেজ হাউজগুলো হচ্ছে- পার্কওয়ে সিকিউরিটিজ; আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি; কাইয়ুম সিকিউরিটিজ; রশিদ ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ; শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট; মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ; টিএ খান সিকিউরিটিজ; জেকেসি সিকিউরিটিজ এবং কাজী ইক্যুইটিজ লিমিটেড। শূন্য টাকা দরে বিক্রির আদেশ দেওয়া শেয়ারগুলো হলো— গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স; নিটল ইন্স্যুরেন্স; আইসিবি; ব্রিটিশ আমেরিকান টোব্যাকো; বিকন ফার্মা এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
এর আগে গত ১৮ এপ্রিল ৯ ব্রোকারেজ হাউজের ১৫ ট্রেডারের আচরণকে অস্বাভাবিক ও সন্দেহজনক মনে করে কমিশন তাদের লেনদেন কার্যক্রমে স্থগিতাদেশ দেয়। বিএসইসির এমন সিদ্ধান্তের পরে গত ২১ এপ্রিল ১৫ জন ট্রেডারের ওপরে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বিএসইসিকে চিঠি দেয় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও। যার ধারাবাহিকতায় আজ সে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে বিএসইসি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

৯ ব্রোকারেজ হাউজের ১৫ ট্রেডারের লেনদেনে বাধা কাটল

আপডেট সময় : ০২:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : শূন্য টাকায় শেয়ার বিক্রির আদেশ দেওয়ায় ৯ ব্রোকার হাউজের ১৫ ট্রোডারের লেনদেন কার্যক্রম স্থগিত করে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আস্থা ও তারল্য সংকট তৈরির মাধ্যমে পুঁজিবাজার অস্থিতিশীল করতে ওই ১৫ ট্রেডার শূন্য টাকায় শেয়ার বিক্রির আদেশ দিয়েছিলেন জানিয়ে চলতি মাসের ১৮ তারিখে তাদের লেনদেনে নিষেধাজ্ঞা দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থাটি। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়েছে বিএসইসি।
বিষয়টি নিশ্চিত করে বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘যেসব ট্রেডারের বিরুদ্ধে লেনদেন কার্যক্রমে স্থগিতাদেশ ছিলো তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে কমিশন। তারা পুনরায় লেনদেন করতে পারবে।’ স্থগিতাদেশ তুলে নেয়া ব্রোকারেজ হাউজগুলো হচ্ছে- পার্কওয়ে সিকিউরিটিজ; আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি; কাইয়ুম সিকিউরিটিজ; রশিদ ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ; শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট; মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ; টিএ খান সিকিউরিটিজ; জেকেসি সিকিউরিটিজ এবং কাজী ইক্যুইটিজ লিমিটেড। শূন্য টাকা দরে বিক্রির আদেশ দেওয়া শেয়ারগুলো হলো— গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স; নিটল ইন্স্যুরেন্স; আইসিবি; ব্রিটিশ আমেরিকান টোব্যাকো; বিকন ফার্মা এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
এর আগে গত ১৮ এপ্রিল ৯ ব্রোকারেজ হাউজের ১৫ ট্রেডারের আচরণকে অস্বাভাবিক ও সন্দেহজনক মনে করে কমিশন তাদের লেনদেন কার্যক্রমে স্থগিতাদেশ দেয়। বিএসইসির এমন সিদ্ধান্তের পরে গত ২১ এপ্রিল ১৫ জন ট্রেডারের ওপরে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বিএসইসিকে চিঠি দেয় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও। যার ধারাবাহিকতায় আজ সে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে বিএসইসি।