বিনোদন ডেস্ক : সম্প্রতি নয় কোটি রুপির পান-মসলার বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। এ ঘটনায় বেশ আলোচনার সৃষ্টি হয়েছে বলিউডে। বলিউড হাঙ্গামার এক সাক্ষাৎকারে কার্তিক আরিয়ান বলেন, পান-মসলা মানবদেহের জন্য ক্ষতিকর। তাছাড়া, অ্যালকোহল ও পান-মসলার বিজ্ঞাপনের সম্প্রচার অবৈধ। তাই একজন সচেতন নাগরিক হিসেবে আমি প্রস্তাবটি ফিরিয়ে দিই। তিনি আরও বলেন, যেসব অভিনেতা এ ধরনের বিজ্ঞাপনে কাজ করছেন, তাদের জানা দরকার, তারা বেআইনি কাজের অংশ হচ্ছেন। এমন সচেতন কা-ে এরই মধ্যে ভক্তদের প্রশংসায় ভাসছেন এ অভিনেতা। ভক্তদের পাশাপাশি ভারতীয় সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারপারসন ও প্রযোজক পহলাজ নিহালানিও তার এমন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। বলিউড হাঙ্গামার প্রতিবেদন থেকে আরও জানা যায়, এর আগে আরএক জনপ্রিয় বলিউড সুপারস্টার অক্ষয় কুমার পান-মসলার বিজ্ঞাপন করে বিপাকে পড়েছিলেন। তিনি একটি পান-মসলা কোম্পানির অ্যাম্বাসেডর ছিলেন। সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়ে কোম্পানরি সঙ্গে করা চুক্তি থেকে সরে যান অক্ষয়।