নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার বাড়ি থেকে ‘আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়া’য় যোগ দেওয়ার জন্য ঘর ছেড়েছিল এক তরুণ। গতকাল মঙ্গলবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সে। নিজেকে জঙ্গি পরিচয় দেওয়া এই তরুণ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্যই ৯৯৯ নম্বরে ফোন করে বলে জানায় পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে ৯৯৯ নম্বরের মিডিয়া কর্মকর্তা পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, নিজেকে জঙ্গি দাবি করা এই তরুণ ৯৯৯ নম্বরে কল করে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করে। সে জানায়, গত বছরের ২৭ ডিসেম্বর হিজরতের উদ্দেশে কুমিল্লার বাড়ি থেকে টাকা-পয়সা নিয়ে ‘আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়া’য় যোগ দেওয়ার জন্য সে ঘর ছেড়েছিল। এরপর ঢাকার বসুন্ধরা, উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন মেসে অবস্থান করে। প্রশিক্ষণ গ্রহণের জন্য তার কক্সবাজার যাওয়ার কথা ছিল। একপর্যায়ে সে তার ভুল বুঝতে পেরে জঙ্গিদের আস্তানা থেকে পালিয়ে যায়। পরে উত্তরখান থানা এলাকায় এক ব্যক্তির আশ্রয় লাভ করে। এই তরুণ স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছিল। কিন্তু ভয় পাচ্ছিল—তার দলের সদস্যদের হাতে ধরা পড়লে তাকে হত্যার করতে পারে। এসব তথ্য জানিয়ে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করে সে। ১৪ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টায় সে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে। ৯৯৯ নম্বরের কলটেকার কনস্টেবল জয় বিশ্বাস কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিক উত্তরখান জোনের এডিসি ইয়াসির আরাফাতকে বিষয়টি জানান।
সংবাদ পেয়ে উত্তরখান থানা পুলিশের একটি দল কলারের বর্ণনা মতে, উত্তরখানের কোটবাড়ি আটিপাড়া এলাকা থেকে ওই তরুণকে উদ্ধার করে। পরে উত্তরখান থানার ওসি ৯৯৯ নম্বরের কলটেকারকে জানান, তারা ২৬ বছর বয়সী তরুণ কলারকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
৯৯৯ নম্বরে ফোন করে ‘হিজরতের নামে ঘরছাড়া’ তরুণের আত্মসমর্পণ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ