মাত্র ১৩ বছর বয়সে অলিম্পিকসের আঙিনায় এসেই সাড়া ফেলে দিলেন স্কাই ব্রাউন। ব্রোঞ্জ জিতে ৯৩ বছরের পুরান রেকর্ড ভাঙলেন; জায়গা করে নিলেন ইতিহাসেও। টোকিও অলিম্পিকসে মেয়েদের পার্ক স্কেটবোর্ডিং ফাইনালে ৫৬ দশমিক ৪৭ স্কোর গড়ে ব্রোঞ্জ পেয়েছেন ব্রাউন। ১৩ বছর ২৮ দিন বয়সী এই অ্যাথলেটের মাথায় উঠেছে ব্রিটিশ হিসেবে সবচেয়ে কম বয়সে অলিম্পিকসে পদক জয়ের মুকুট। ১৯২৮ আমস্টার্ডাম অলিম্পিকে সবচেয়ে কম বয়সী হিসেবে গ্রেট ব্রিটেন দলে অংশ নিয়েছিলেন মার্গ্রে হিন্টন। গ্রীষ্মকালীন অলিম্পিকে গ্রেট ব্রিটেনের হয়ে অংশ নেওয়া সবচেয়ে কম বয়সী অ্যাথলেটও এখন ব্রাউন। ব্রাউনের ইভেন্টে ৬০ দশমিক ০৯ স্কোর গড়ে সোনা জিতেছেন স্বাগতিক জাপানের ১৯ বছর বয়সী অ্যাথলেট সাকুরা ইয়োসোজুমি। জাপানেরই কোকোনা হিরাকি ৫৯ দশমিক ০৪ স্কোর নিয়ে পেয়েছেন রুপা।