ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

৯০ ডোজের বেশি টিকা নেওয়ায় আটক জার্মান নাগরিক

  • আপডেট সময় : ১১:১৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • ৬১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : করোনাভাইরাস থেকে বাঁচতে সবাই করোনার টিকা গ্রহণ করছেন। ৩ ডোজ টিকা গ্রহণ করলেই করোনার সংক্রমণ থেকে বাঁচা সম্ভব বলে মত বিশ্লেষকদের। কিন্তু জার্মানিতে এক ব্যক্তি করোনাভাইরাসের ৯০ টি টিকা গ্রহণ করেছেন।
গত রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম ইউপিআই। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। বলা হয়েছে, ওই ব্যক্তির বয়স ৬০ বছর। তিনি জার্মানির স্যাক্সোনি অঞ্চলের মাগডেবুর্গ শহরের বাসিন্দা। গত কয়েক মাসে স্যাক্সোনি অঞ্চলের বিভিন্ন টিকাকেন্দ্র থেকে অভিযুক্ত ব্যক্তি করোনার ৯০টির বেশি টিকা নিয়েছেন। একটি কেন্দ্রে পরপর দুদিন টিকা নিতে যাওয়ায় ধরা পড়ে যান তিনি। অবশ্য ৯০-এর বেশি ডোজ নেওয়ার পর ওই ব্যক্তির শরীরে কেমন প্রতিক্রিয়া হয়েছে, সে সম্পর্কে কিছু জানায়নি জার্মান কর্তৃপক্ষ। তবে ওই ব্যক্তি নিজে ৯০টি করোনার টিকা গ্রহণ করেননি। মূলত তিনি টিকার সনদ নিয়ে ব্যবসা করেছেন। একের পর এক কেন্দ্র থেকে টিকা নিয়ে করোনার টিকা উৎপাদনের আসল ব্যাচ নম্বর সংগ্রহ করেন। পরে সেসব নম্বর করোনা টিকার ভুয়া সনদ তৈরিতে ব্যবহার করেছেন। এ ছাড়া, ওই অঞ্চলের অনেকেই করোনাভাইরাসের টিকা নিতে আগ্রহী না। তাদের কাছে তিনি চড়া দামে সেসব সনদ বিক্রি করেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

৯০ ডোজের বেশি টিকা নেওয়ায় আটক জার্মান নাগরিক

আপডেট সময় : ১১:১৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২

প্রত্যাশা ডেস্ক : করোনাভাইরাস থেকে বাঁচতে সবাই করোনার টিকা গ্রহণ করছেন। ৩ ডোজ টিকা গ্রহণ করলেই করোনার সংক্রমণ থেকে বাঁচা সম্ভব বলে মত বিশ্লেষকদের। কিন্তু জার্মানিতে এক ব্যক্তি করোনাভাইরাসের ৯০ টি টিকা গ্রহণ করেছেন।
গত রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম ইউপিআই। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। বলা হয়েছে, ওই ব্যক্তির বয়স ৬০ বছর। তিনি জার্মানির স্যাক্সোনি অঞ্চলের মাগডেবুর্গ শহরের বাসিন্দা। গত কয়েক মাসে স্যাক্সোনি অঞ্চলের বিভিন্ন টিকাকেন্দ্র থেকে অভিযুক্ত ব্যক্তি করোনার ৯০টির বেশি টিকা নিয়েছেন। একটি কেন্দ্রে পরপর দুদিন টিকা নিতে যাওয়ায় ধরা পড়ে যান তিনি। অবশ্য ৯০-এর বেশি ডোজ নেওয়ার পর ওই ব্যক্তির শরীরে কেমন প্রতিক্রিয়া হয়েছে, সে সম্পর্কে কিছু জানায়নি জার্মান কর্তৃপক্ষ। তবে ওই ব্যক্তি নিজে ৯০টি করোনার টিকা গ্রহণ করেননি। মূলত তিনি টিকার সনদ নিয়ে ব্যবসা করেছেন। একের পর এক কেন্দ্র থেকে টিকা নিয়ে করোনার টিকা উৎপাদনের আসল ব্যাচ নম্বর সংগ্রহ করেন। পরে সেসব নম্বর করোনা টিকার ভুয়া সনদ তৈরিতে ব্যবহার করেছেন। এ ছাড়া, ওই অঞ্চলের অনেকেই করোনাভাইরাসের টিকা নিতে আগ্রহী না। তাদের কাছে তিনি চড়া দামে সেসব সনদ বিক্রি করেছেন।