ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

৯০ কার্যদিবসে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মামলা নিষ্পত্তির নির্দেশ

  • আপডেট সময় : ০২:০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে হওয়া মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
গতকাল বুধবার প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের সকল অধস্তন ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মামলার অভিযোগপত্র বিচারিক আদালতে প্রাপ্তির ৯০ কার্যদিবসের মধ্যে আবশ্যিকভাবে মামলা নিষ্পত্তির নির্দেশ প্রদান করা হলো। উক্ত সময়সীমার মধ্যে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হলে তার কারণ উল্লেখপূর্বক ব্যাখ্যা সুপ্রিম কোর্টে প্রেরণের নির্দেশ প্রদান করা হলো। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।’ প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

৯০ কার্যদিবসে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মামলা নিষ্পত্তির নির্দেশ

আপডেট সময় : ০২:০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে হওয়া মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
গতকাল বুধবার প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের সকল অধস্তন ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মামলার অভিযোগপত্র বিচারিক আদালতে প্রাপ্তির ৯০ কার্যদিবসের মধ্যে আবশ্যিকভাবে মামলা নিষ্পত্তির নির্দেশ প্রদান করা হলো। উক্ত সময়সীমার মধ্যে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হলে তার কারণ উল্লেখপূর্বক ব্যাখ্যা সুপ্রিম কোর্টে প্রেরণের নির্দেশ প্রদান করা হলো। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।’ প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।