নাটকের পর ওটিটি প্লাটফর্মেও দাপট দেখাচ্ছে পরিচালক কাজল আরেফিন অমির নির্মিত কনটেন্ট। সম্প্রতি তার পরিচালনায় বঙ্গ অ্যাপে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘অসময়’ টাকা দিয়ে দেখেছেন বিশ্বজুড়ে ৩ লক্ষাধিক দর্শক। বিষয়টিকে দেশীয় ওটিটি কনটেন্টে রেকর্ড বলে দাবী করছে বঙ্গ কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ১০০ টিরও বেশি দেশে ছাড়িয়েছে ৩.৫ কোটিরও বেশি মিনিট ভিউ, আর সেটিও মাত্র সাড়ে ৮ দিনে! যা ভেঙে ফেলেছে অমি’র গতবছরের কন্টেন্ট, ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এর রেকর্ড! সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নি¤œমধ্যবিত্ত পরিবারের মেয়ে উর্বির জীবনের গল্প নিয়ে নির্মিত কাজল আরেফিন অমি’র প্রথম ওয়েব ফিল্ম ‘অসময়’ গত ১৮ জানুয়ারি মুক্তি পায়। এরপর থেকেই ওয়েব ফিল্মটি সব শ্রেণীর দর্শকদের কাছ থেকে প্রশংসা অর্জন করে আলোচনা সৃষ্টি করেছে। পরিচালক অমি বলেন, “কনটেন্টটি নিয়ে আমাদের সবারই অনেক আশা ছিল। রিলিজের পরপরই দারুণ সাড়া পেয়েছি। কিন্তু ভাবিনি যে এটা ‘হোটেল রিল্যাক্স’-কেও ছাড়িয়ে যাবে। দর্শকরা অসময়কে খুব ভালোবেসেছেন। এমন সাপোর্ট দিচ্ছেন বলেই আগামীতে আরও ভালো করার উৎসাহ পাচ্ছি।”
অসময়-এর মূল চরিত্র উর্বির ভূমিকায় অভিনয় করেছেন এই সময়ের প্রতিভাবান অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এছাড়া উর্বির বাবা-মায়ের চরিত্রে তারিক আনাম খান ও মুনিরা মিঠুর দুর্দান্ত অভিনয় দর্শকদের যেমন কাঁদিয়েছে; পাশাপাশি হাসিয়েছে সাংবাদিক ও পুলিশ কর্মকর্তা চরিত্রে শরাফ আহমেদ জীবন ও ইরেশ যাকের জুটির মজার রসায়ন। আইনজীবীর ভূমিকায় আলাদাভাবে নজর কেড়েছেন রুনা খান। পাশাপাশি পারিবারিক জীবনের দৃশ্যে ইন্তেখাব দিনারের সঙ্গে তার একে অপরকে ছাড়িয়ে যাওয়া অভিনয় ছিল নজরকাড়া। পাশাপাশি শাহেদ আলী, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদ, সুমন পাটোয়ারী প্রমুখ যার যার চরিত্রে ছিলেন অনবদ্য। ক্ষণিকের উপস্থিতিতে নিজেকে চমৎকারভাবে মেলে ধরেছেন জিয়াউল হক পলাশ। অসাধারণ সিনেমাটোগ্রাফি, দুর্দান্ত সংলাপ, চমৎকার কালার গ্রেডিং এবং দারুণ সব আবহ সঙ্গীত নিয়ে “অসময়”কে কাজল আরেফিন অমি’র দারুণ একটি কাজ বলছেন নেটিজেনরা। প্রযোজক ও বঙ্গ-এর চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘অসময় ওয়েব ফিল্মটা হোটেল রিল্যাক্সের চেয়েও ভালো করেছে এটাতে আমরা খুবই আনন্দিত। দর্শক এভাবেই আমাদের সাপোর্ট করে যাবেন বলে আমাদের আশা!” গত বছর রোজার ঈদ উপলক্ষ্যে নির্মাতা কাজল আরেফিন অমি ওটিটি প্লাটফর্ম বঙ্গ-এর সঙ্গে ‘হোটেল রিল্যাক্স’ নির্মাণ করেন। অসময়-এর আগ পর্যন্ত সেটি বঙ্গ-এর সবচেয়ে জনপ্রিয় ও দেশীয় ওটিটি ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যবসাসফল কন্টেন্ট হিসেবে রেকর্ড গড়ে। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বঙ্গ জানায়, ঢাকার বাইরে চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, সিলেট এবং রাজশাহী অঞ্চলের বিপুল দর্শক অসময় দেখছে।
৮ দিনে বঙ্গের সব রেকর্ড ভেঙে দিল অমির ‘অসময়’!
জনপ্রিয় সংবাদ