ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

৮৮তম বিয়ের প্রস্তুতি নিচ্ছেন ‘প্লেবয় কিং’ খ্যাত কান

  • আপডেট সময় : ০২:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ৮৮তম বিয়ের প্রস্তুতি নিচ্ছেন ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার মাজালেংকার বাসিন্দা কান। বারবার বিয়ে করার জন্য নিজ দেশে ‘প্লেবয় কিং’ নামে বেশ খ্যাতি রয়েছে তার। খবর: এনডিটিভি। ৬১ বছর বয়সি কান পেশায় কৃষক। জানিয়েছেন, তিনি কোনো নারীকে ফিরিয়ে দিতে পারেন না।
তবে কান ৮৮তম বিয়ে যাকে করছেন, সেই পাত্রী তারই ৮৬তম স্ত্রী। নিজের প্রাক্তন সহধর্মিনীকে ফের স্ত্রী হিসেবে গ্রহণ করতে চান তিনি। কান বলেন, বহু দিন আগে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের সেই ভালোবাসা আজও প্রবল। কান জানান, পাত্রীও তাকে খুব ভালোবাসেন। সেই কারণেই ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত। তবে তাদের প্রথম দফার বিয়ে সে বারে এক মাসের বেশি টেকেনি। কান প্রথম বিয়ে করেছিলেন ১৪ বছর বয়সে। কনে ছিলো তার থেকে দু’বছরের বড়। বিয়ে ভাঙার জন্য নিজেকেই দুষেছেন কান।

সংবাদমাধ্যমকে বলেন, আমার আচরণ সেই সময় খুব খারাপ ছিলো। আমার খারাপ ব্যবহারের জন্যই দু’বছর পরে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন আমার প্রথম স্ত্রী। প্রথম বিয়ে ভাঙার পরে তার রাগ হয় জানিয়ে কান বলেন, এরপর আধ্যাত্মিক জ্ঞান আহরণের দিকে ঝোঁকেন তিনি। কানের কথায়, সে যাই হোক, নারীদের জন্য অসম্মানজনক, এমন কোনো কাজ আমি করি না। কারো মন নিয়ে খেলাও করি না। ৮৮তম বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া কানের কতোগুলো সন্তান, পরিবারের মোট সদস্য সংখ্যা কতো তা জানা যায়নি। জানা যায়নি তার স্ত্রীদের পরিচয়ও।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

৮৮তম বিয়ের প্রস্তুতি নিচ্ছেন ‘প্লেবয় কিং’ খ্যাত কান

আপডেট সময় : ০২:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২

প্রত্যাশা ডেস্ক : ৮৮তম বিয়ের প্রস্তুতি নিচ্ছেন ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার মাজালেংকার বাসিন্দা কান। বারবার বিয়ে করার জন্য নিজ দেশে ‘প্লেবয় কিং’ নামে বেশ খ্যাতি রয়েছে তার। খবর: এনডিটিভি। ৬১ বছর বয়সি কান পেশায় কৃষক। জানিয়েছেন, তিনি কোনো নারীকে ফিরিয়ে দিতে পারেন না।
তবে কান ৮৮তম বিয়ে যাকে করছেন, সেই পাত্রী তারই ৮৬তম স্ত্রী। নিজের প্রাক্তন সহধর্মিনীকে ফের স্ত্রী হিসেবে গ্রহণ করতে চান তিনি। কান বলেন, বহু দিন আগে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের সেই ভালোবাসা আজও প্রবল। কান জানান, পাত্রীও তাকে খুব ভালোবাসেন। সেই কারণেই ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত। তবে তাদের প্রথম দফার বিয়ে সে বারে এক মাসের বেশি টেকেনি। কান প্রথম বিয়ে করেছিলেন ১৪ বছর বয়সে। কনে ছিলো তার থেকে দু’বছরের বড়। বিয়ে ভাঙার জন্য নিজেকেই দুষেছেন কান।

সংবাদমাধ্যমকে বলেন, আমার আচরণ সেই সময় খুব খারাপ ছিলো। আমার খারাপ ব্যবহারের জন্যই দু’বছর পরে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন আমার প্রথম স্ত্রী। প্রথম বিয়ে ভাঙার পরে তার রাগ হয় জানিয়ে কান বলেন, এরপর আধ্যাত্মিক জ্ঞান আহরণের দিকে ঝোঁকেন তিনি। কানের কথায়, সে যাই হোক, নারীদের জন্য অসম্মানজনক, এমন কোনো কাজ আমি করি না। কারো মন নিয়ে খেলাও করি না। ৮৮তম বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া কানের কতোগুলো সন্তান, পরিবারের মোট সদস্য সংখ্যা কতো তা জানা যায়নি। জানা যায়নি তার স্ত্রীদের পরিচয়ও।