ঢাকা ০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫

৮৫ বছর পর বিবিসি আরবি রেডিওর সম্প্রচার বন্ধ

  • আপডেট সময় : ০১:০২:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : থেমে গেল দীর্ঘ ৮৫ বছরের যাত্রা। গত শুক্রবার (২৭ জানুয়ারি) শেষবার সম্প্রচারিত হয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের আরবি ভাষার (বিবিসি আরবি রেডিও) অনুষ্ঠান। এর পর থেকে রেডিও চ্যানেলটির আর কোনো অনুষ্ঠান শোনা যাবে না। খবর বিবিসির।
খরচ কমানোর উদ্দেশ্যে বিশ্বজুড়ে বিভিন্ন কার্যক্রম গুটিয়ে আনছে বিবিসি। মূলত এর ধারাবাহিকতায়ই আরবি ভাষায় রেডিও সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ডিজিটাল পরিষেবায় জোর দেবে সম্প্রচারমাধ্যমটি।
আরবি ভাষায় রেডিও সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে বলে গত সেপ্টেম্বরে ঘোষণা দিয়েছিল বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। শুধু আরবি নয়, ওই ঘোষণায় বাংলা, হিন্দি, চীনা, ফারসিসহ মোট ১০টি ভাষায় রেডিও বন্ধ করার কথা জানিয়েছিল বিবিসি।
ওই সময় করপোরেশনটি বলেছিল, উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান ব্যয়ের সমন্বিত চাপের মুখে ‘কঠিন এই সিদ্ধান্তের দিকে যেতে হচ্ছে’। তবে রেডিও সম্প্রচারের পরিবর্তে আরবি ও ফারসি উভয় ভাষার নির্ধারিত বিবিসির টিভি সম্প্রচার অব্যাহত থাকবে। আরবি ও ফারসি ভাষার অডিও এবং অন্যান্য ডিজিটাল সামর্থ্য বাড়াতে বিনিয়োগ করা হবে।
প্রতিষ্ঠানটির সাবেক প্রধান হোসাম এল সোকারি বলেন, বিবিসি আরবি রেডিওর পরিষেবা প্রত্যন্ত এলাকার অনেক মানুষের জীবন বদলে দিয়েছে। তাঁরা ছোট ও তুলনামূলক কমদামি ডিভাইস ব্যবহার করেও সংবাদ শুনতে পারতেন। এখন তাঁদের বিবিসির পরিষেবা পেতে সম্ভবত আরও বেশি ব্যয় করতে হবে।
এর আগে গত ৩১ ডিসেম্বর ৮১ বছরের যাত্রার ইতি টানে বিবিসি বাংলা রেডিও। ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটা ও রাত সাড়ে ১০টায় শেষবারের মতো বিবিসি রেডিওতে প্রচারিত হয় সংবাদ এবং সমসাময়িক প্রসঙ্গের অনুষ্ঠান ‘প্রবাহ’ ও ‘পরিক্রমা’। এর মধ্য দিয়ে দীর্ঘকাল বাংলার মানুষের আগ্রহের কেন্দ্রে থাকা রেডিওটির সম্প্রচার বন্ধ হয়ে যায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮৫ বছর পর বিবিসি আরবি রেডিওর সম্প্রচার বন্ধ

আপডেট সময় : ০১:০২:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩

প্রত্যাশা ডেস্ক : থেমে গেল দীর্ঘ ৮৫ বছরের যাত্রা। গত শুক্রবার (২৭ জানুয়ারি) শেষবার সম্প্রচারিত হয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের আরবি ভাষার (বিবিসি আরবি রেডিও) অনুষ্ঠান। এর পর থেকে রেডিও চ্যানেলটির আর কোনো অনুষ্ঠান শোনা যাবে না। খবর বিবিসির।
খরচ কমানোর উদ্দেশ্যে বিশ্বজুড়ে বিভিন্ন কার্যক্রম গুটিয়ে আনছে বিবিসি। মূলত এর ধারাবাহিকতায়ই আরবি ভাষায় রেডিও সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ডিজিটাল পরিষেবায় জোর দেবে সম্প্রচারমাধ্যমটি।
আরবি ভাষায় রেডিও সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে বলে গত সেপ্টেম্বরে ঘোষণা দিয়েছিল বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। শুধু আরবি নয়, ওই ঘোষণায় বাংলা, হিন্দি, চীনা, ফারসিসহ মোট ১০টি ভাষায় রেডিও বন্ধ করার কথা জানিয়েছিল বিবিসি।
ওই সময় করপোরেশনটি বলেছিল, উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান ব্যয়ের সমন্বিত চাপের মুখে ‘কঠিন এই সিদ্ধান্তের দিকে যেতে হচ্ছে’। তবে রেডিও সম্প্রচারের পরিবর্তে আরবি ও ফারসি উভয় ভাষার নির্ধারিত বিবিসির টিভি সম্প্রচার অব্যাহত থাকবে। আরবি ও ফারসি ভাষার অডিও এবং অন্যান্য ডিজিটাল সামর্থ্য বাড়াতে বিনিয়োগ করা হবে।
প্রতিষ্ঠানটির সাবেক প্রধান হোসাম এল সোকারি বলেন, বিবিসি আরবি রেডিওর পরিষেবা প্রত্যন্ত এলাকার অনেক মানুষের জীবন বদলে দিয়েছে। তাঁরা ছোট ও তুলনামূলক কমদামি ডিভাইস ব্যবহার করেও সংবাদ শুনতে পারতেন। এখন তাঁদের বিবিসির পরিষেবা পেতে সম্ভবত আরও বেশি ব্যয় করতে হবে।
এর আগে গত ৩১ ডিসেম্বর ৮১ বছরের যাত্রার ইতি টানে বিবিসি বাংলা রেডিও। ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটা ও রাত সাড়ে ১০টায় শেষবারের মতো বিবিসি রেডিওতে প্রচারিত হয় সংবাদ এবং সমসাময়িক প্রসঙ্গের অনুষ্ঠান ‘প্রবাহ’ ও ‘পরিক্রমা’। এর মধ্য দিয়ে দীর্ঘকাল বাংলার মানুষের আগ্রহের কেন্দ্রে থাকা রেডিওটির সম্প্রচার বন্ধ হয়ে যায়।