ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

৭ দেশের গোয়েন্দা প্রধানদের নিয়ে পাকিস্তানে বৈঠক

  • আপডেট সময় : ১১:৩৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • ৮৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে চীন, রাশিয়াসহ মধ্য এশিয়ার পাঁচটি দেশের গোয়েন্দা সংস্থার প্রধানদের বৈঠক করলেন আইএসআই প্রধান জেনারেল ফায়েজ হামিদ। সূত্রের খবর, বৈঠকে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইসলামাবাদে বৈঠক ডেকেছিলেন পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান ফায়েজ হামিদ। তাতে যোগ দেয় চীন, রাশিয়া, ইরান, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রধানরা। চলতি সপ্তাহের শুরুর দিকে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছিলেন। যেখানে রাশিয়া ছিল না।
গত শুক্রবার কাবুল থেকে ফিরেছেন ফায়েজ হামিদ। তারপর এই বৈঠক নিয়ে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, বৈঠকে পাকিস্তান-আফগানিস্তান নিরাপত্তা, তালিবান নেতৃত্বের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে, তা নিয়ে কথা হয়েছে।
ইতিতোধ্যেই অন্তর্র্বতীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। যার নেতৃত্বে মুহাম্মদ হাসান আখুন্দ। নতুন সরকারের শপথগ্রহণে ছয়টি দেশকে আমন্ত্রণ করেছিল তালেবান। তারা হলো- রাশিয়া, চীন, তুরস্ক, ইরান, পাকিস্তান ও কাতার।
২০০১ সালে যুক্তরাষ্ট্রে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার ভয়াবহ এক সন্ত্রাসী হামলার (৯/১১) বিশ বছর পূর্তির দিন শনিবার তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের নতুন অন্তর্র্বতীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও ‘মিত্র দেশগুলোর চাপে’ ওই শপথ অনুষ্ঠান সম্পূর্ণভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

৭ দেশের গোয়েন্দা প্রধানদের নিয়ে পাকিস্তানে বৈঠক

আপডেট সময় : ১১:৩৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে চীন, রাশিয়াসহ মধ্য এশিয়ার পাঁচটি দেশের গোয়েন্দা সংস্থার প্রধানদের বৈঠক করলেন আইএসআই প্রধান জেনারেল ফায়েজ হামিদ। সূত্রের খবর, বৈঠকে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইসলামাবাদে বৈঠক ডেকেছিলেন পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান ফায়েজ হামিদ। তাতে যোগ দেয় চীন, রাশিয়া, ইরান, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রধানরা। চলতি সপ্তাহের শুরুর দিকে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছিলেন। যেখানে রাশিয়া ছিল না।
গত শুক্রবার কাবুল থেকে ফিরেছেন ফায়েজ হামিদ। তারপর এই বৈঠক নিয়ে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, বৈঠকে পাকিস্তান-আফগানিস্তান নিরাপত্তা, তালিবান নেতৃত্বের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে, তা নিয়ে কথা হয়েছে।
ইতিতোধ্যেই অন্তর্র্বতীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। যার নেতৃত্বে মুহাম্মদ হাসান আখুন্দ। নতুন সরকারের শপথগ্রহণে ছয়টি দেশকে আমন্ত্রণ করেছিল তালেবান। তারা হলো- রাশিয়া, চীন, তুরস্ক, ইরান, পাকিস্তান ও কাতার।
২০০১ সালে যুক্তরাষ্ট্রে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার ভয়াবহ এক সন্ত্রাসী হামলার (৯/১১) বিশ বছর পূর্তির দিন শনিবার তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের নতুন অন্তর্র্বতীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও ‘মিত্র দেশগুলোর চাপে’ ওই শপথ অনুষ্ঠান সম্পূর্ণভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।