নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৭৯ জন। তাদের মধ্যে ১৯৬ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৮৩ জন। তাছাড়া এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩১ জন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৯৫ জন।
গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮৮৯ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৭০৬ জন, আর বাকি ১৮৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭ হাজার ৬৭৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৬ হাজার ৭৫৬ জন।
৭ দিনে দেড় হাজার ডেঙ্গু রোগী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ