ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

৭ জানুয়ারি বাড়িতে থেকে পরিবারকে সময় দেওয়ার আহ্বান বিএনপির

  • আপডেট সময় : ০৯:২৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ৭ জানুয়ারি জনসাধারণকে তাদের পরিবার-পরিজনকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দেশের স্বার্থে ওইদিন বাড়িতে থাকার আহ্বান জানিয়ে জনসাধারণকে নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ করছেন দলটির নেতাকর্মীরা।
গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান রাজধানীর গুলশানে সিটি করপোরেশন মার্কেটে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি এই আহ্বান জানান। লিফলেট বিতরণকালে বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। নির্বাচন বর্জনের প্রচারণায় অংশ নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানা মার্কেটের ক্রেতা বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা বিএনপির পক্ষ থেকে এসেছি। আমরা ৭ জানুয়ারির ভোট বর্জন করেছি। আপনারাও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ভোটের দিন বাড়িতে থেকে পরিবার-পরিজনকে সময় দেবেন।’ এ সময় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ‘দেশের স্বাধীনতা চলে যাচ্ছে, এটাই মনে রাখবেন। বাংলাদেশের পতাকা আটকাচ্ছে, যদি এটা (নির্বাচন) হয়। ৪০ জন দিয়েছে ভারতের প্রার্থী। আমার দেশ, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আর ভারতের প্রার্থী! এদেশ আর থাকবে না। একটা স্বাধীন রাষ্ট্রে এগুলো হয়? আপনারা মুখ খোলেন।’

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

৭ জানুয়ারি বাড়িতে থেকে পরিবারকে সময় দেওয়ার আহ্বান বিএনপির

আপডেট সময় : ০৯:২৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ৭ জানুয়ারি জনসাধারণকে তাদের পরিবার-পরিজনকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দেশের স্বার্থে ওইদিন বাড়িতে থাকার আহ্বান জানিয়ে জনসাধারণকে নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ করছেন দলটির নেতাকর্মীরা।
গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান রাজধানীর গুলশানে সিটি করপোরেশন মার্কেটে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি এই আহ্বান জানান। লিফলেট বিতরণকালে বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। নির্বাচন বর্জনের প্রচারণায় অংশ নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানা মার্কেটের ক্রেতা বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা বিএনপির পক্ষ থেকে এসেছি। আমরা ৭ জানুয়ারির ভোট বর্জন করেছি। আপনারাও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ভোটের দিন বাড়িতে থেকে পরিবার-পরিজনকে সময় দেবেন।’ এ সময় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ‘দেশের স্বাধীনতা চলে যাচ্ছে, এটাই মনে রাখবেন। বাংলাদেশের পতাকা আটকাচ্ছে, যদি এটা (নির্বাচন) হয়। ৪০ জন দিয়েছে ভারতের প্রার্থী। আমার দেশ, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আর ভারতের প্রার্থী! এদেশ আর থাকবে না। একটা স্বাধীন রাষ্ট্রে এগুলো হয়? আপনারা মুখ খোলেন।’