ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৭১ নাট্যদল নিয়ে ‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’

  • আপডেট সময় : ০৬:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ঢাকার থিয়েটার চর্চায় গতি আনতে, এবং নাট্যদল ও নাট্যকর্মীদের উজ্জীবিত করার লক্ষ্য নিয়ে এক প্ল্যাটফর্মে এসেছে ঢাকা মহানগরীর ৭১টি নাট্যসংগঠন। এ প্ল্যাটফর্মের নাম দেওয়া হয়েছে ‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’। আগামী ফেব্রুয়ারি থেকে পর্ষদের আয়োজনে হবে ‘ঢাকা মহানগর নাট্য উৎসব’।

আরণ্যক নাট্যদলের ঠাণ্ডু রায়হানকে আহ্বায়ক এবং দেশ নাটকের কামাল আহমেদকে সদস্য সচিব করে পর্ষদের ২৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। ঠাণ্ডু রায়হান বলেছেন, শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করে পর্ষদের বিস্তারিত কার্যক্রম তুলে ধরবেন তারা। আহ্বায়ক কমিটির সদস্য অনন্ত হীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা মহানগর নাট্য পর্ষদ’ নামে ঢাকার ৭১টি নাট্যদল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের উদ্দেশ্য নাট্যদল ও নাট্যজনদের উজ্জীবিত করে থিয়েটার চর্চাকে বেগবান করা এবং করোনাকাল থেকে একের পর এক হোঁচট খেতে থাকা থিয়েটারের মানুষ ও দর্শককে থিয়েটারমুখী করা।”
পর্ষদের উদ্যোগে আগামী ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে বিভিন্ন নাট্যমঞ্চে ‘ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫’ আয়োজন করা হবে।

এই উৎসবের লক্ষ্য হবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তন, মহিলা সমিতি মিলনায়তন, জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রসহ ঢাকার মঞ্চগুলোকে থিয়েটারবান্ধব করে তোলা এবং দর্শকদের উপস্থিতি বাড়ানো। ৭১টি নাট্যদল তাদের ৭১টি নাটক নিয়ে পর্যায়ক্রমে পাঁচটি মিলনায়তনে এই উৎসবে অংশগ্রহণ করবে।

মঞ্চ নাটক করার মত আরো জায়গা পাওয়া গেলে সেখানেও এ উৎসব সম্প্রসারণ করা হবে। ঢাকা মহানগর নাট্য পর্ষদের সদস্য সচিব কামাল আহমেদ বলেন, “করোনা অতিমারীর পর থেকে সব কিছু স্বাভাবিক হলেও মঞ্চনাটকের প্রদর্শনী এখনো স্বাভাবিক অবস্থায় আসেনি।”

“বিগত দুই বছরে বেশ কিছু নতুন নাটক মঞ্চে এলেও দর্শকসংখ্যা তেমন বাড়েনি বরং ক্রমেই দর্শক সংকট বেড়ে চলেছে। দেশের বর্তমান পরিস্থিতিতে নাটকে দর্শক উপস্থিতি আশাব্যঞ্জক নয়। থিয়েটারে দর্শক উপস্থিতি বাড়াতে ও নতুন দর্শক সৃষ্টির লক্ষ্যে ‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’ কাজ করবে।”

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডলার সংকট-লোডশেডিং,গাজীপুরে বন্ধ হয়ে গেল ৪০ বছরের পুরোনো কারখানা

৭১ নাট্যদল নিয়ে ‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’

আপডেট সময় : ০৬:০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: ঢাকার থিয়েটার চর্চায় গতি আনতে, এবং নাট্যদল ও নাট্যকর্মীদের উজ্জীবিত করার লক্ষ্য নিয়ে এক প্ল্যাটফর্মে এসেছে ঢাকা মহানগরীর ৭১টি নাট্যসংগঠন। এ প্ল্যাটফর্মের নাম দেওয়া হয়েছে ‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’। আগামী ফেব্রুয়ারি থেকে পর্ষদের আয়োজনে হবে ‘ঢাকা মহানগর নাট্য উৎসব’।

আরণ্যক নাট্যদলের ঠাণ্ডু রায়হানকে আহ্বায়ক এবং দেশ নাটকের কামাল আহমেদকে সদস্য সচিব করে পর্ষদের ২৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। ঠাণ্ডু রায়হান বলেছেন, শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করে পর্ষদের বিস্তারিত কার্যক্রম তুলে ধরবেন তারা। আহ্বায়ক কমিটির সদস্য অনন্ত হীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা মহানগর নাট্য পর্ষদ’ নামে ঢাকার ৭১টি নাট্যদল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের উদ্দেশ্য নাট্যদল ও নাট্যজনদের উজ্জীবিত করে থিয়েটার চর্চাকে বেগবান করা এবং করোনাকাল থেকে একের পর এক হোঁচট খেতে থাকা থিয়েটারের মানুষ ও দর্শককে থিয়েটারমুখী করা।”
পর্ষদের উদ্যোগে আগামী ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে বিভিন্ন নাট্যমঞ্চে ‘ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫’ আয়োজন করা হবে।

এই উৎসবের লক্ষ্য হবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তন, মহিলা সমিতি মিলনায়তন, জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রসহ ঢাকার মঞ্চগুলোকে থিয়েটারবান্ধব করে তোলা এবং দর্শকদের উপস্থিতি বাড়ানো। ৭১টি নাট্যদল তাদের ৭১টি নাটক নিয়ে পর্যায়ক্রমে পাঁচটি মিলনায়তনে এই উৎসবে অংশগ্রহণ করবে।

মঞ্চ নাটক করার মত আরো জায়গা পাওয়া গেলে সেখানেও এ উৎসব সম্প্রসারণ করা হবে। ঢাকা মহানগর নাট্য পর্ষদের সদস্য সচিব কামাল আহমেদ বলেন, “করোনা অতিমারীর পর থেকে সব কিছু স্বাভাবিক হলেও মঞ্চনাটকের প্রদর্শনী এখনো স্বাভাবিক অবস্থায় আসেনি।”

“বিগত দুই বছরে বেশ কিছু নতুন নাটক মঞ্চে এলেও দর্শকসংখ্যা তেমন বাড়েনি বরং ক্রমেই দর্শক সংকট বেড়ে চলেছে। দেশের বর্তমান পরিস্থিতিতে নাটকে দর্শক উপস্থিতি আশাব্যঞ্জক নয়। থিয়েটারে দর্শক উপস্থিতি বাড়াতে ও নতুন দর্শক সৃষ্টির লক্ষ্যে ‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’ কাজ করবে।”